নয়াদিল্লি:গত বৃহস্পতিবার কর্ণাটক ও বরোদার মধ্যে রঞ্জি ট্রফির ম্যাচে হিন্দি সমস্ত ভারতীয়র ‘মাতৃভাষা’ বলে বিতর্ক তৈরি করলেন বিসিসিআই-এর এক ধারাভাষ্যকার। রাউন্ড ৯-এর ম্যাচে হিন্দিতে ধারাভাষ্য দিতে গিয়ে সুনীল গাওস্করের হিন্দি ধারাভাষ্য প্রসঙ্গ নিয়ে কথা বলতে ধারাভাষ্যকার ওই মন্তব্য করেন। ভারতের ব্যাটিং কিংবদন্তী কীভাবে ডট বল (যে বলে রান হয় না)-কে হিন্দিতে ‘ভিন্ডি বল’ বলেছেন, তা নিয়ে দুই ধারাভাষ্যকার কথা বলছিলেন। আর এই প্রসঙ্গেই তাঁদের একজন হিন্দিকে এদেশের মানুষের মাতৃভাষা বলে উল্লেথ করে এক ধারাভাষ্যকার বলেন, প্রত্যেক ভারতীয়রই এই ভাষা জানা উচিত। ধারাভাষ্যকারকে বলতে শোনা যায়, ‘প্রত্যেক ভারতীয়রই হিন্দি জানা উচিত। এটা আমাদের মাতৃভাষা। এর থেকে বড় ভাষা আর নেই’।
অন্য ধারাভাষ্যকার এই মন্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করে বলেন,’সত্যি কথা বলতে কী, আমার একটা ব্যাপার দেখে খুব রাগ হয়ে যায়। অনেকেই দেখি বলে, ক্রিকেটাররা কেন হিন্দিতে কথা বলবে? ভারতে থাকলে তো হিন্দি বলবেই। হিন্দিই তো আমাদের মাতৃভাষা’।
দুই ধারাভাষ্যকারের এই কথপোকথনের ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যে-হেতু রঞ্জি ট্রফির এই ম্যাচ অনলাইন স্ট্রিমিং একটি জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছিল, সেহেতু ওই ক্লিপ দ্রুত ছড়িয়ে পড়ে অনলাইনে।
পরে দুই ধারাভাষ্যকারের মধ্যে একজন ওই মন্তব্যের জন্য ক্ষমাপ্রার্থনা করেছেন বলে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে। তিনি বলেছেন, তাঁরা ভারতের সমস্ত ভাষার প্রতিই শ্রদ্ধাশীল।
যদিও নেটিজেনের একাংশ ওই মন্তব্য মোটেই হাল্কাভাবে নিতে পারেননি। তাঁরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই দুই ধারাভাষ্যকারের তীব্র সমালোচনা করেছেন।

একজনের ট্যুইট, এই উন্মাদ ধারাভাষ্যকার কি এই মাত্র বললেন যে, ‘প্রত্যেক ভারতীয়র হিন্দি জানা উচিত?’ বিসিসিআই, তোমরা নিজেদের কী ভাবো? জোর করে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়া আর ভুল বার্তা পাঠানো বন্ধ করা হোক। প্রত্যেক ভারতীয়ের হিন্দি জানার প্রয়োজন নেই।’



অন্য এক ইউজার লেখেন, আপনারা ধারাভাষ্য দিচ্ছেন, না প্রচার চালাচ্ছেন?