নয়াদিল্লি: আজ ভ্যালেন্টাইনস ডে। এমন একটি দিনে প্রিয় মানুষকে হৃদয় উজাড় করা ভালোবাসার বার্তা দিতে পৌঁছে দিতে উন্মুখ অনেকেই। এমন একটি দিনে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর জানালেন তাঁর প্রথম ভালোবাসার কথা। একটি ভিডিও পোস্ট করেছেন ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং স্তম্ভ। ভিডিওতে আন্তর্জাতিক ক্রিকেট ১০০ শতরানের মালিককে নেটে অনুশীলন করতে দেখা যাচ্ছে। ওই ভিডিও শেয়ার করে সচিন লিখেছেন, আমার প্রথম ভালোবাসা।



বেশ কয়েক বছর হল ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাস্টার-ব্লাস্টার। সম্প্রতি গত রবিবার ফের ব্যাট হাতে দেখা গেল সচিনকে। অস্ট্রেলিয়ায় বিধ্বংসী দাবানলের ক্ষয়ক্ষতির মোকাবিলায় অর্থ সংগ্রহের জন্য আয়োজিত একটি প্রদর্শনী ম্যাচে ফের ব্যাট হাতে দেখা গিয়েছে লিটল মাস্টারকে। ম্যাচের মাঝে ব্যাট হাতে ইলিসে পেরির বলের মুখোমুখি হয়েছিলেন তিনি।
বুফফায়ার ম্যাচে সচিন পন্টিং একাদশের কোচের দায়িত্বে ছিলেন। ম্যাচে তাঁর দল এক রানে হারায় গিলক্রিস্ট একাদশকে।
১৯৮৯-এ মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল সচিনের।
আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর মোট রান ৩৪,৩৫৭, যা দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার কুমার সঙ্গাকারার চেয়ে ৬০০০ রান বেশি।
বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে পরিচিত সচিনের টেস্টে মোট রান ১৫,৯২১। একদিনের ক্রিকেটে তাঁর মোট রান ১৮,৪২৬।