বেশিদিন খেললে সচিনের টেস্টের রান টপকাতে পারে কুক: গাওস্কর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 May 2016 04:44 PM (IST)
NEXT
PREV
নয়াদিল্লি: সদ্য সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে সবচেয়ে কমবয়সি ক্রিকেটার হিসেবে টেস্টে ১০ হাজার রানের মালিক হয়েছেন ইংল্যান্ডের বাঁ হাতি ব্যাটসম্যান অ্যালিস্টার কুক। তিনি ভবিষ্যতে টেস্টে সচিনের মোট রানও টপকে যেতে পারেন বলে মনে করছেন সুনীল গাওস্কর।
টেস্ট ক্রিকেটের ১৩৯ বছরের ইতিহাসে এখনও পর্যন্ত মাত্র ১২ জন ব্যাটসম্যান ১০ হাজার রান করতে পেরেছেন। এই সংক্ষিপ্ত তালিকায় ওপেনার আবার মাত্র দু জন, গাওস্কর ও কুক। ১০ হাজারি ক্লাবের দ্বাদশ সদস্যের প্রশংসা করে গাওস্কর বলেছেন, কুক সবচেয়ে ফিট ক্রিকেটারদের একজন। তিনি এখনও ৩২ বছর পূর্ণ করেননি। ফলে বয়স তাঁর পক্ষে। তাছাড়া ইংল্যান্ড বছরে ১১-১২টি টেস্ট খেলে। এটা কুককে বাড়তি সুবিধা দেবে। তিনি যদি আরও ৬-৭ বছর খেলতে পারেন এবং প্রতি বছর ১,০০০ রান করতে পারেন তাহলে সচিনকে ছাপিয়ে যাওয়ার সুযোগ থাকছে।
নিজে ওপেনার ছিলেন। তাই অপর এক ওপেনার কুকের এই কৃতিত্ব গাওস্করের কাছে বিশেষ আনন্দের। তিনি বলেছেন, ইনিংসের শুরুতে বল বেশি স্যুইং করে। পিচও বোলারদের বেশি সাহায্য করে। তাছাড়া ইংল্যান্ডের পিচে ভাল বোলারদের বিরুদ্ধে ব্যাট করা কঠিন। তাই কুকের প্রশংসা প্রাপ্য।
গাওস্করের মতে, যোগ্যতা থাকা সত্ত্বেও যাঁরা ১০ হাজারের ‘এলিট’ ক্লাবের সদস্য হতে পারেননি তাঁরা হলেন গ্যারি সোবার্স, ভিভ রিচার্ডস, জাভেদ মিয়াদাঁদ এবং ইনজামাম উল হক।
নয়াদিল্লি: সদ্য সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে সবচেয়ে কমবয়সি ক্রিকেটার হিসেবে টেস্টে ১০ হাজার রানের মালিক হয়েছেন ইংল্যান্ডের বাঁ হাতি ব্যাটসম্যান অ্যালিস্টার কুক। তিনি ভবিষ্যতে টেস্টে সচিনের মোট রানও টপকে যেতে পারেন বলে মনে করছেন সুনীল গাওস্কর।
টেস্ট ক্রিকেটের ১৩৯ বছরের ইতিহাসে এখনও পর্যন্ত মাত্র ১২ জন ব্যাটসম্যান ১০ হাজার রান করতে পেরেছেন। এই সংক্ষিপ্ত তালিকায় ওপেনার আবার মাত্র দু জন, গাওস্কর ও কুক। ১০ হাজারি ক্লাবের দ্বাদশ সদস্যের প্রশংসা করে গাওস্কর বলেছেন, কুক সবচেয়ে ফিট ক্রিকেটারদের একজন। তিনি এখনও ৩২ বছর পূর্ণ করেননি। ফলে বয়স তাঁর পক্ষে। তাছাড়া ইংল্যান্ড বছরে ১১-১২টি টেস্ট খেলে। এটা কুককে বাড়তি সুবিধা দেবে। তিনি যদি আরও ৬-৭ বছর খেলতে পারেন এবং প্রতি বছর ১,০০০ রান করতে পারেন তাহলে সচিনকে ছাপিয়ে যাওয়ার সুযোগ থাকছে।
নিজে ওপেনার ছিলেন। তাই অপর এক ওপেনার কুকের এই কৃতিত্ব গাওস্করের কাছে বিশেষ আনন্দের। তিনি বলেছেন, ইনিংসের শুরুতে বল বেশি স্যুইং করে। পিচও বোলারদের বেশি সাহায্য করে। তাছাড়া ইংল্যান্ডের পিচে ভাল বোলারদের বিরুদ্ধে ব্যাট করা কঠিন। তাই কুকের প্রশংসা প্রাপ্য।
গাওস্করের মতে, যোগ্যতা থাকা সত্ত্বেও যাঁরা ১০ হাজারের ‘এলিট’ ক্লাবের সদস্য হতে পারেননি তাঁরা হলেন গ্যারি সোবার্স, ভিভ রিচার্ডস, জাভেদ মিয়াদাঁদ এবং ইনজামাম উল হক।
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -