রাজকোট: টেস্ট সিরিজ শুরুর আগের দিন বিপক্ষের ‘সেরা অস্ত্রের’ প্রশংসায় পঞ্চমুখ ইংল্যান্ড অধিনায়ক।
বুধবার থেকে রাজকোটে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। তার আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে ভারতীয় অফ-স্পিনার রবিচন্দ্রণ অশ্বিনের ভূয়সী প্রশংসা করেন অ্যালিস্টার কুক।
বলেন, এই মুহূর্তে অশ্বিনের সবচেয়ে বড় শক্তি হল ওর আত্মবিশ্বাস। গত এক বছরে ভারতীয় উপমহাদেশে ও যা উইকেট পেয়েছে, তাতে ওই আত্মবিশ্বাস তুঙ্গে। তিনি যোগ করেন, ক্রিকেট একটি মজার খেলা। এই খেলায় মাথা লাগে।
এই সংক্রান্ত আরও খবর:
আমরা আন্ডারডগ, তবে চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি, বলছেন কুক
ইংল্যান্ড ক্রিকেট টিমকে শুভেচ্ছা মোদীর, বললেন, সেরা দল জিতুক
সদ্য সমাপ্ত নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজে ২৭ উইকেট নেন অশ্বিন। যার জেরে চতুর্থবার তিনি টেস্ট সিরিজের সেরা নির্বাচিত হন। ২০১২ সালে শেষ ভারত সফরে অশ্বিনকে সবচেয়ে ভাল সামলেছিলেন কুক।
এদিন ইংল্যান্ড অধিনায়ক জানান, চার বছর অনেকটা সময়। অনেক কিছুই বদলে যায়। অশ্বিনও অনেকটাই বদলে গিয়েছে। অভিজ্ঞ হয়েছে। রাতারাতি কেউ বিশ্বমানের স্পিনার হয়ে ওঠে না।
এই সংক্রান্ত আরও খবর:
ইংল্যান্ড সিরিজ: প্রথম টেস্টে ভারতীয় দল বাছাই চ্যালেঞ্জ কুম্বলের
ইংল্যান্ডও হোয়াইট ওয়াশ হতে পারে, বলছেন সৌরভ
এই প্রসঙ্গে প্রাক্তন ইংল্যান্ড স্পিনার গ্রেম সোয়ানের সঙ্গে অশ্বিনের তুলনা টেনে এনে কুক বলেন, একটা সময় ছিল, যখন সোয়ানকে অনেকটা সময় দলের বাইরে কাটাতে হয়েছে। কিন্তু, ফিরেই ও নিজের জাত চিনিয়েছিল।