লাহোর: জম্মু ও কাশ্মীরে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ করবে কাশ্মীরী জঙ্গিরা। এমন হামলা হবে যা চিরকাল ভারতের মনে থাকবে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মীরপুরে ভারতকে হুমকি দিল মুম্বই হানার ‘মস্তিষ্ক’ বলে চিহ্নিত হাফিজ মহম্মদ সঈদ।


কাশ্মীরে ভারতের ‘অত্যাচার’ চললেও সে ব্যাপারে পাকিস্তানের শাসক নওয়াজ শরিফ সরকার ‘চুপ করে রয়েছে’ বলে গত সপ্তাহেই অভিযোগ তুলেছিল সঈদ। পাকিস্তানের ‘পূর্ণ সমর্থন’ চাই কাশ্মীর উপত্যকার, মন্তব্য করেছিল লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা সঈদ, আমেরিকা যার মাথার দাম ১০ মিলিয়ন মার্কিন ডলার ঘোষণা করেছে আগেই।

আরও পডু়ুুন---বড় হামলার ছক, নদী পথে ৮-৯ জঙ্গির টিম পাঠাচ্ছে হাফিজ

জনসভায় সে বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর যা করার করেছেন, এবার মুজাহিদদের কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর পালা। মুজাহিদরা যে  সার্জিক্যাল স্ট্রাইক চালাতে চলেছে, তা বহুদিন মনে রাখার মতো হবে। ভারত যে অভিযান চালিয়েছে, এটা তার মতো হবে না। তাছাড়া ভারতের তথাকথিত সার্জিক্যাল স্ট্রাইককে তো দুনিয়া পাত্তাই দেয়নি।

সঈদের মুখে ভারত-বিরোধী হুঙ্কার শুনে ‘জিহাদ’, ‘জিহাদ’ বলে চিত্কার করতে থাকে তার অনুগামীরা।

আরও পড়ুন-- সার্জিক্যাল স্ট্রাইক: প্রাণভয়ে পাক সেনা ঘাঁটিতে লুকিয়ে পড়েছে হাফিজ-সালাহউদ্দিন

গভীর রাতে নিয়ন্ত্রণ রেখা টপকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতীয় বাহিনীর  জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে আসার পরও সঈদ হুমকি দিয়েছিল, এবার পাকিস্তান সেনার সার্জিক্যাল আঘাতের জন্য তৈরি থাকুন নরেন্দ্র মোদী। যদিও আগ বাড়িয়ে তাদের নাম করায় সঈদের নিন্দা করেছিল পাক সেনাবাহিনী।