রাজকোট: নিশ্চিত ড্রয়ের দিকে এগিয়ে চলা ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্ট হঠাৎই প্রাণ পেয়ে গেল। সৌজন্যে অমিত মিশ্র। তাঁর জোড়া উইকেট ইংল্যান্ডকে কিছুটা চাপে ফেলে দিয়েছে। ইংল্যান্ডের অধিনায়ক অ্যালেস্টার কুক অবশ্য শতরান করে দলকে ভরসা দিচ্ছেন।
পঞ্চম দিন সকাল থেকে মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত যেভাবে খেলা হয়েছে, তাতে অবশ্য ড্র ছাড়া অন্য কোনও ফলের সম্ভাবনা দেখা যাচ্ছে না। এই টেস্ট থেকে ভারতের তেমন কোনও প্রাপ্তি না থাকলেও, দ্বিতীয় ইনিংসে অধিনায়ক অ্যালেস্টার কুকের শতরান এবং অভিষেক টেস্টেই হাসিব হামিদের অসাধারণ ব্যাটিং সিরিজের বাকি চারটি টেস্টে ইংল্যান্ডের ভরসা হতে পারে।
গতকালের বিনা উইকেটে ১১৪ রান নিয়ে আজ সকাল থেকে খেলা শুরু করেন ইংল্যান্ডের দুই অপরাজিত ব্যাটসম্যান হামিদ (৮২) ও অ্যালেস্টার কুক (১০০ অপরাজিত)। গতকাল ৪৬ রানে অপরাজিত থাকা কুক শতরান পূরণ করেছেন। হামিদও ভাল ব্যাটিং করছিলেন। তাঁকে কট অ্যান্ড বোল্ড করেন অমিত মিশ্র। এরপর জো রুটকেও (৪) ফিরিয়ে দেন অমিত। তবে এই দুটি মুহূর্ত ছাড়া ভারতের বোলাররা এখনও পর্যন্ত ইংরেজ ব্যাটসম্যানদের চাপে ফেলতে পারেননি। মধ্যাহ্নভোজের বিরতিতে ইংল্যান্ডের রান ২ উইকেটে ২১১। কুক ১০৬ এবং বেন স্টোকস ৬ রানে অপরাজিত। ইংল্যান্ড এগিয়ে ২৬০ রানে। ফলে এই টেস্টের ফল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না।
অমিতের জোড়া উইকেট, কুকের শতরান, হঠাৎই আকর্ষণীয় রাজকোট টেস্ট
Web Desk, ABP Ananda
Updated at:
13 Nov 2016 11:25 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -