মোহালি: মোহালি: টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই জোর ধাক্কা খেল ইংল্যান্ড। ৮৭ রানের মধ্যে চার উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছে সফরকারী দল। ফিরে গেছেন হামিদ (৯), অ্যালেস্টার কুক (২৭), রুট (১৫) এবং মইন আলি (১৬)। হামিদকে আউট করে ইংরেজ শিবিরে প্রথম আঘাত হানেন উমেশ যাদব। এরপর ফের রুটকে ফিরিয়ে দেন তিনি। কুক অশ্বিনের স্পিনের ফাঁদে পড়েন। মইন আলিকে আউট করেন শামি। ৩২ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ইংল্যান্ডের রান ৪ উইকেটে ৯২। ক্রিজে রয়েছেন বেয়ারস্টো ও স্টোকস।
চলতি সিরিজের তৃতীয় টেস্টে মোহালিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক কুক। পাঁচ ম্যাচের সিরিজে ভারত ১-০ এগিয়ে রয়েছে। রাজকোটে প্রথম টেস্ট ড্র হলেও বিশাখাপত্তনমে ভারতকে চেনা ছন্দে দেখা গিয়েছে।
মোহালি টেস্টে ভারতীয় দলে দুটি পরিবর্তন হয়েছে। চোটের জন্য ওপেনার কে এল রাহুল বাদ পড়ায় দলে নেওয়া হয়েছে করুণ নায়ারকে। অর্থাত, নায়ারের আন্তর্জাতিক টেস্ট ম্যাচে অভিষেক হল। অন্যদিকে, চোটের জন্য নেই উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। তাঁর পরিবর্তে দলে এসেছেন পার্থিব পটেল। ২০০৮-র পর এই প্রথম কোনও টেস্ট খেলছেন পটেল।
ইংল্যান্ড দলে তিনটি পরিবর্তন হয়েছে। চোটের জন্য নেই স্টুয়ার্ট ব্রড, বেন ডুকেট। জাফর আনসারিকেও বাদ দেওয়া হয়েছে। দলে এসেছেন ক্রিস ওকস, জোস বাটলার এবং গ্যারেথ বাট্টি।
ভারত: কোহলি, রাহানে, বিজয়, পূজারা, অশ্বিন, পার্থিব, জাদেজা, জয়ন্ত যাদব, শামি, উমেশ
ইংল্যান্ড: কুক, হাসিব হামিদ, রুট, মইল আলি, স্টোকস, বাট্টি, বেয়ারস্টো(উইকেটকিপার), বাটলার, ওকস, আদিল রশিদ, আন্ডারসন।
লাঞ্চের আগেই চার উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড
ABP Ananda, web desk
Updated at:
26 Nov 2016 09:35 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -