ইলাহাবাদ: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পরিদর্শনে আসবেন। তাই যুদ্ধকালীন তৎপরতায় ভোল বদল করা হল ইলাহাবাদের স্বরূপ রানি নেহরু হাসপাতালের। পরিষ্কার-পরিচ্ছন্ন তো করে তোলা হলই, সেইসঙ্গে বসানো হল ২০টি কুলার। ভাড়ায় আনা হয়েছিল সেই কুলারগুলি। মুখ্যমন্ত্রী ফিরে যাওয়ার পরেই সরিয়ে ফেলা হল সেগুলি। হাসাপাতালও ফিরল পুরনো অবস্থায়।

কয়েকদিন আগেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছিলেন, তিনি কোথাও গেলে যেন বিশেষ ব্যবস্থা না করা হয়। প্রয়োজনে তিনি মেঝেতেও বসতে রাজি। কিন্তু তাঁর সেই নির্দেশ মানলেন না জেলা প্রশাসনের কর্তারা। মুখ্যমন্ত্রী যাতে কোনওভাবে বুঝতে না পারেন, তার জন্য কুলারগুলির গায়ে জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন লেখা কাগজ সেঁটে দেওয়া হয়। শনিবার রাতেই রোগীদের ওয়ার্ডে লাগানো হয় কুলার। রবিবার সারাদিন ছিল সেই কুলারগুলি। ফলে প্রবল গরমের হাত থেকে রেহাই পান রোগীরা। তবে সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। মুখ্যমন্ত্রী ফিরে যাওয়ার পরেই উধাও হল কুলারও।