রিও দে জেনেইরো: কোপা আমেরিকায় আর্জেন্তিনার প্রথম ম্যাচেই দেখা গেল লিওনেল মেসির বাঁ পায়ের জাদু। ফ্রি কিক থেকে অনবদ্য গোল করলেন তিনি। তবে চিলির কাছে আটকে গেল আর্জেন্তিনা। এগিয়ে গিয়েও শেষরক্ষা হল না। ম্যাচ শেষ হল ১-১।


ভারতীয় সময় মঙ্গলবার ভোরে শেষ হওয়ার ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে আর্জেন্তিনা। চিলি বক্স লক্ষ্য করে একের পর এক আক্রমণ তুলে আনে তারা। চিলি অবশ্য বেশ কয়েকবার প্রতিআক্রমণ করেছে। তবে গোলমুখ খুলতে পারেনি। এরই মাঝে প্রথমার্ধের ৩২ মিনিটে ফ্রি কিক পায় আর্জেন্তিনা। চিলি বক্সের ঠিক বাইরে থেকে বাঁ পায়ে অনবদ্য ফ্রি কিক মারেন আর্জেন্তিনার অধিনায়ক। মেসির শট ডানদিকে বাঁক খেয়ে একেবারে পোস্ট আর ক্রসবারের কোণ দিয়ে গোলে ঢুকে যায়। শূন্যে শরীর ভাসিয়েও আঅটকাতে পারেননি চিললির গোলকিপার ক্লদিও ব্র্য়াভো।




গোল খেয়েই পরপর ফাউল করতে শুরু করেন চিলির ফুটবলাররা। আর্তুরো ভিদাল ও এরিক পালগারকে হলুদ কার্ড দেখান রেফারি। ৪২ মিনিটে বক্সের মধ্যে চিলির এক ফুটবলারের হাতে বল লাগে। তবে ভার প্রযুক্তি ব্যবহার করে খুঁটিয়ে দেখার পর পেনাল্টি দেননি রেফারি। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।


ম্যাচের ৫৪ মিনিটের মাথায় পেনাল্টি পায় চিলি। বক্সের মধ্যে আর্তুরো ভিদালকে ফাউল করেছিলেন নিকোলাস ত্যাগলিফিয়াকো। ভার প্রযুক্তির সাহায্যে পেনাল্টি দেন রেফারি। তবে ভিদালের পেনাল্টি ডানদিকে ঝাঁপিয়ে বাঁচিয়ে দিয়েছিলেন আর্জেন্তিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। যদিও শেষ রক্ষা হয়নি। ফিরতি বল থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান এদুয়ার্দো ভার্গাস।



এরপর আর্জেন্তিনা চাপ বাড়িয়ে একাধিক আক্রমণ করলেও চিলির গোলমুখ আর খুলতে পারেনি। ৭৮ মিনিটে মেসির দুরন্ত পাস থেকে হেড করলেও বল তেকাঠির মধ্যে রাখতে পারেননি নিকোলাস গঞ্জালেস। ম্যাচ শেষ হয় ১-১ স্কোরে।


ম্যাচের সেরা হয়েছেন মেসিই। তিনি বলেছেন, 'আমরা জয় দিয়েই শুরু করতে চেয়েছিলাম। পরের ম্যাচে প্রতিপক্ষ উরুগুয়ে। ওরাও কঠিন দল। পেনাল্টির জন্যই আজ ম্যাচটা ঘুরে গেল।'