ফ্লোরিডা: ইকুয়েডরের বিরুদ্ধে আটকে যাওয়ার পর হাইতি ম্যাচ কার্যত ডু অর ডাই অবস্থা ছিল দুঙ্গার ব্রাজিলের। গ্রুপে কাগজে কলমে দুর্বল দল হাইতির বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করা চলবেনা। এটাই ছিল দুঙ্গার স্ট্র্যাটেজি। আর তাতেই বাজিমাত। পাসিং ফুটবলের রাস্তা ছেড়ে একেবারে ডিরেক্ট ফুটবল। শুরুতেই গোলের রাস্তা খুঁজতে থাকা ব্রাজিল ম্যাচের ১৪মিনিটেই সফল। ফিলিপে কুটিনহোর গোলে এগিয়ে যায় ব্রাজিল। ১ গোল হজম করতেই হাইতি হঠাত্ই কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল ছেড়ে অলআউটের রাস্তা নেয়। তাতেই বিপত্তি। ফের ২৯ মিনিটে ব্রাজিলের হয়ে ব্যবধান বাড়ান সেই কুটিনহো। লিভারপুলের এই ব্রাজিলীয় উইঙ্গারের ফুটবল ছিল চোখধাঁধানো। প্রথমার্ধের ৩৫ মিনিটে হাইতি গোলকিপার প্লাসিডের ভুলে দানি আলভেজের মাপা সেন্টারে মাথা ছুঁইয়ে ব্রাজিলের হয়ে ব্যবধান বাড়ান অগাস্তো। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে ফের সাম্বা ফুটবলের ঝড়। পরিবর্ত হিসেবে নেমেই গোলের ব্যবধান বাড়ান এই কোপায় ব্রাজিলের সবচেয়ে আলোচিত ফুটবলার গ্যাব্রিয়েল ও লিমা। ৭০ মিনিটে মার্সেলিনের গোলে হাইতি ব্যবধান কমালেও, ম্যাচের একেবারে শেষমূহুর্তে অগাস্তোর দ্বিতীয় গোলে হাফডজন গোল করে ব্রাজিল। ম্যাচের অতিরিক্ত সময়ে কুটিনহোর হ্যাটট্রিকের সৌজন্যে অবশেষে ৭-১ গোলে জয় ব্রাজিলের।
ব্রাজিল : হাইতি
৭ : ১
(কুটিনহো-হ্যাটট্রিক, ( মার্সেলিন)
অগাস্তো ২, গ্যাব্রিয়েল, লিমা)
এক নজরে দেখে লিগ টেবিলে কোন জায়গায় রয়েছে ব্রাজিল।
গ্রুপ বি
দল ম্যাচ জয় হার ড্র পয়েন্ট
ব্রাজিল ২ ১ ০ ১ ৪
পেরু ২ ১ ০ ১ ৪
ইকুয়েডর ২ ০ ০ ২ ২
হাইতি ২ ০ ২ ০ ০
জোড়া হারের ধাক্কায় টুর্নামেন্ট থেকে বিদায় সোনি নর্ডির হাইতির। আর অন্যদিকে ব্রাজিলের এবার মিশন পেরু।
হাইতিকে ৭-১ উড়িয়ে কোপায় দুরন্ত কামব্যাক ব্রাজিলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Jun 2016 02:25 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -