রিও দে জেনেইরো: একে প্রতিপক্ষ চিলি। যারা টুর্নামেন্টে শেষ তিনবারের মধ্যে দুবার চ্যাম্পিয়ন এবং দুবারই আর্জেন্তিনাকে হারিয়ে ট্রফি জিতেছে। তার ওপর দলের অন্যতম ভরসা গ্যাব্রিয়েল জেসাসের লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যাওয়া।


তবে জোড়া প্রতিবন্ধকতাকে হার মানিয়ে কোপা আমেরিকার শেষ চারে পৌঁছে গেল ব্রাজ়িল। নিজেদের দেশের মাটিতে চিলিকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলল সেলেকাওরা।


ব্রাজিলের বিরুদ্ধে চিলি দলে ফিরেছিলেন তারকা ফুটবলার অ্যালেক্সিস স্যাঞ্চেজ়। চোট সারিয়ে তিনি মাঠে ফিরলেও দলের ভাগ্য পরিবর্তনে ব্যর্থ তিনি।  ১-০ গোলে ম্যাচ জিতে সেমিফাইনালে পেরুর মুখোমুখি নেমাররা।


ম্যাচের প্রথমার্ধে ব্রাজিল ও চিলি, দুই দলই বাড়তি ঝুঁকি নেওয়ার রাস্তায় হাঁটেনি। যেন একে অপরকে মেপে নিতে চাইছিল। চিলি বেশ কয়েকবার আক্রমণে উঠে এলেও ব্রাজিলের গোলরক্ষক এডেরসন মোরায়েজ়কে পরাস্ত করতে পারেনি। অন্য দিকে ব্রাজিলও বেশ কিছু আক্রমণ করে, কিন্তু চিলির গোলমুখ খুলতে পারেনি।


দ্বিতীয়ার্ধের শুরুতেই দলে পরিবর্তন করেন ব্রাজিল প্রশিক্ষক তিতে। রোবের্তো ফিরমিনোর পরিবর্তে মাঠে নামান লুকাস পাকুয়েতাকে। আর নেমেই গোল করেন সুপার সাব পাকুয়েতা। তাঁর গোলেই এগিয়ে যায় ব্রাজিল। ৪৬ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন পাকুয়েতা। চিলির বক্সের মধ্যে বল পেয়ে নেমারকে দিয়েছিলেন তিনি। নেমার সেই বল আবার তাঁকেই পাস দেন। সেই সময় চিলির ডিফেন্ডার ভেগাস বল বিপন্মুক্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হন। ঠাণ্ডা মাথায় গোল করে দলকে এগিয়ে দেন পাকুয়েতা।


যদিও গোল করার পরেই ব্রাজ়িল দলে বিপত্তি। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গ্যাব্রিয়েল জেসাস। চিলির ইউজ়েনিও মেনার মুখে পা চালান জেসাস। বিপজ্জনকভাবে। সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখিয়ে তাঁকে মাঠ থেকে বার করে দেন রেফারি। এর ফলে সেমিফাইনালে জেসাসকে পাবেন না ব্রাজ়িলের কোচ তিতে। শেষের দিকে ব্রাজ়িল বক্সে মুহূর্মুহূ আক্রমণ করলেও গোল পরিশোধ করতে পারেননি নেমাররা।