রিও দে জেনেইরো: কোপা আমেরিকার মাঠ নিয়ে ফের মুখ খুললেন নেমার দ্য সিলভা স্যান্তোস জুনিয়র।


শনিবার রিও দে জেনেইরোর নিল্টন স্যান্তোস স্টেডিয়ামে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে চিলির মুখোমুখি হবে ব্রাজ়িল। টুর্নামেন্টের শুরু থেকে এই মাঠের মান নিয়ে প্রশ্ন উঠছে। বিস্তর সমালোচনাও হয়েছে।


এবার নেমার মাঠের মান নিয়ে প্রশ্ন তুললেন। তিনি ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেছেন। একটি ছবিতে দেখা যাচ্ছে রিও দে জেনেইরোর নিল্টন স্টেডিয়ামের মাঠ। অপর ছবিটি ২০১২ সালের লন্ডন অলিম্পিক্সের সময় ওয়েম্বলি স্টেডিয়ামের সবুজ মখমলের মতো মাঠ। নেমার লেখেন, 'ব্রাজ়িলের পরের ম্যাচ কোন মাঠে হবে?'


এর আগে নিজের দেশের খারাপ মাঠ নিয়ে সরব হয়েছিলেন ব্রাজ়িলের কোচ তিতে। তাই দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ামক সংস্থা কনমেবলের দেওয়া শাস্তির মুখে পড়তে হয়েছিল ব্রাজ়িল প্রশিক্ষককে। ৫ হাজার ডলার জরিমানা দিতে হয়েছে তাঁকে।


পরপর ম্যাচ জিতলেও কলম্বিয়া ম্যাচে কোনও রকমে জয় পেয়ে মাঠ নিয়ে ক্ষোভ উগরে দেন তিতে। ম্যাচের পর তিনি বলেন, ‘এই মাঠে ভাল ফুটবল খেলা যায় না। এই মাঠে খেললে ভাল ফুটবল নষ্ট হতে পারে। ইউরোপে দারুণ মাঠে খেলা হচ্ছে। আর এখানে এই ধরনের বাজে মাঠে খেলতে হচ্ছে আমাদের।’ এই মন্তব্যের কারণেই জরিমানার মুখে পড়তে হয় তিতে-কে। এর আগে বলিভিয়ার স্ট্রাইকার মার্সেলো মার্তিনেসকেও ২০,০০০ ডলার জরিমানা করেছে কনমেবল। কোভিড পরিস্থিতির মধ্যে কোপা আমেরিকা আয়োজন করার বিরোধিতা করায় তাঁকে এই শাস্তি দেওয়া হয়। তাঁকে এক ম্যাচ মাঠের বাইরেও থাকতে হয়।


কোপা আমেরিকা শুরু হওয়ার দু সপ্তাহ আগে জানা যায় ব্রাজ়িলে হবে প্রতিযোগিতা। তখন এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হন ব্রাজ়িল ফুটবলাররা। প্রশিক্ষক তিতেও বিরোধিতা করেন এই সিদ্ধান্তের। সেই সময় কনমেবলের কর্তাদের ‘বিভ্রান্ত’ বলেছিলেন তিতে। তবে শেষ অবধি এই প্রতিযোগিতায় খেলতে রাজি হয় পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।


এবার নেমারের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের আগে কোনও শাস্তির খাঁড়া নেমে আসে কি না সেটাই দেখার।