তুরিন: এবার ক্রীড়া ক্ষেত্রেও নোভেল করোনার হানা। এই প্রথম এক ফুটবলার চিনা ভাইরাসে আক্রান্ত। ইতালির জুভেন্তাস দলের খেলোয়াড় ড্যানিয়েল রুগানির শরীরে মিলেছে কোভিড-নাইন্টিন ভাইরাস। কয়েকদিন আগে করোনা-আতঙ্কে বন্ধ করে দেওয়া হয় ইতালির এক নম্বর ফুটবল লিগ সিরিএ। করোনার জেরে আমেরিকায় এনবিএ বাস্কেটবল লিগের একটি ম্যাচ বাতিল হয়েছে। ওকলাহোমা সিটি ও উতাহ্ জ্যাজ, এই দুটি টিমের খেলা ছিল। উতাহ্ জ্যাজের এক খেলোয়াড় করোনা-আক্রান্ত বলে জানা যায়। করোনা-আতঙ্কে ভারত ১৫ এপ্রিল সমস্ত ট্যুরিস্ট ভিসা বাতিল করে দেওয়ায় প্রভাব পড়তে চলেছে আইপিএলেও। বিদেশি ক্রিকেটারদের নিয়ে দেখা দিয়েছে সংশয়।



(ইতালির জুভেন্তাস দলের খেলোয়াড় ড্যানিয়েল রুগানি)


নোভেল করোনাভাইরাসে আক্রান্ত অস্কারজয়ী অভিনেতা টম হ্যাঙ্কস ও তাঁর স্ত্রী। রক অ্যান্ড রোল খ্যাত গায়ক এলভিস প্রেসলির জীবন নিয়ে ছবি তৈরি করছে অভিনেতার প্রযোজনা সংস্থা। সেই কাজেই টম হ্যাঙ্কস ও তাঁর স্ত্রী রিটা উইলসন বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছেন। দু’জনকেই আইসোলেশনে রাখা হয়েছে বলে অভিনেতার তরফে জানানো হয়েছে।


নোভেল করোনাভাইরাস বিশ্বে মহামারীর আকার নিয়েছে বলে গতকাল ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চিনের বাইরে আরও ১১৩টি দেশে ছড়িয়েছে সংক্রমণ। গোটা বিশ্বে মৃতের সংখ্যা ৪ হাজার ৬৩৩। শুধুমাত্র চিনেই মৃত্যু হয়েছে ৩ হাজার ১৬৯ জনের। আক্রান্ত প্রায় দেড় লক্ষ মানুষ। চিনের পর সবথেকে খারাপ পরিস্থিতি ইতালি, ইরান ও দক্ষিণ কোরিয়ায়। মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে ৮২৭, ইরানে ৩৫৪ ও দক্ষিণ কোরিয়ায় ৬৬ জনের মৃত্যু হয়েছে। ইউরোপের অন্যান্য দেশেও থাবা বসিয়েছে নোভেল করোনা। স্পেনে মৃতের সংখ্যা ৫৫ ও ফ্রান্সে ৪৮। চিনা ভাইরাসের আক্রমণে আমেরিকায় এ পর্যন্ত ৩৮ জনের মৃত্যু হয়েছে। ব্রিটেনে মৃতের সংখ্যা ৮।