মাদ্রিদ: করোনা ভাইরাসের জেরে আগেই ইতালির ফুটবল লিগ সিরি আ-তে দর্শকদের প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়েছে। এবার স্পেনের ফুটবল লিগ লা লিগার প্রথম দুই ডিভিশনের খেলা দু’সপ্তাহের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল। রিয়াল মাদ্রিদের এক বাস্কেটবল খেলোয়াড় করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিয়াল মাদ্রিদের বাস্কেটবল ও ফুটবল দল একই জায়গায় অনুশীলন করে। সেই কারণে কোনও ঝুঁকি না নিয়ে বাস্কেটবল দলের খেলোয়াড়দের পাশাপাশি প্রথম দলের ফুটবলারদেরও পৃথক জায়গায় রাখা হয়েছে। সাপোর্ট স্টাফদেরও আলাদা জায়গায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার ঠিক হয়েছিল, লা লিগার প্রথম দুই ডিভিশনের ম্যাচগুলি হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। কিন্তু এখন ঠিক হয়েছে, আগামী ১৪ দিনের জন্য বন্ধ থাকবে খেলা। আগামী মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় পর্বের ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটির মুখোমুখি হওয়ার কথা রিয়ালের। সেই ম্যাচটি হওয়া নিয়েও সংশয় তৈরি হয়েছে। স্পেনের অপর এক বড় দল বার্সেলোনা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, বুধবার ঘরের মাঠে নাপোলির বিরুদ্ধে ম্যাচে কোনও দর্শকের প্রবেশাধিকার থাকবে না।
ইতালি ছাড়াও ফ্রান্স, জার্মানি, পর্তুগালের ঘরোয়া লিগের ম্যাচগুলিতে দর্শকদের ঢুকতে দেওয়া হচ্ছে না। এবার লা লিগা বন্ধ হওয়ার পর চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ স্থগিত রাখার জন্য উয়েফার উপর চাপ বাড়ছে।
করোনা ভাইরাসে আক্রান্ত রিয়াল মাদ্রিদের এক বাস্কেটবল খেলোয়াড়, ফুটবলারদের রাখা হল পৃথকভাবে, ২ সপ্তাহের জন্য বন্ধ লা লিগা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Mar 2020 06:54 PM (IST)
ইতালি ছাড়াও ফ্রান্স, জার্মানি, পর্তুগালের ঘরোয়া লিগের ম্যাচগুলিতে দর্শকদের ঢুকতে দেওয়া হচ্ছে না।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -