নয়াদিল্লি: দিল্লির শাহিনবাগের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী অবস্থানের পিছনে কট্টরপন্থী ইসলামি সংগঠন পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার (পিএফআই) যোগসাজশের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার এ ব্যাপারে দিল্লি পুলিশ গ্রেফতার করল পিএফআইয়ের দিল্লি শাখার সভাপতি পারভেজ, রাজ্য সম্পাদক ইলিয়াসকে। গতকাল দিল্লির সাম্প্রতিক হিংসার সময় ইনটেলিজেন্স ব্যুরো (আইবি) কর্মী অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে অভিযুক্ত সাসপেন্ড আমআদমি পার্টির (আপ) কাউন্সিলর তাহির হুসেনের বিরুদ্ধে বেআইনি অর্থ লেনদেন রোধ আইনে (পিএমএলএ) একটি মামলা রুজু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পিএফআইয়ের সঙ্গে তাহিরের সম্পর্কের অভিযোগও তদন্ত করে দেখা হচ্ছে। দিল্লির অশান্তির পিছনেও হাত থাকার অভিযোগ নিয়ে পিএফআইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ইডি। তারপরই সংগঠনের দুই নেতাকে পাকড়াও করা হল।
পুলিশ সূত্রের খবর, দিল্লির হিংসার ব্যাপারে দানিশ নামে গ্রেফতার হওয়া পিএফআইয়ের এক সদস্য জিজ্ঞাসাবাদে সিএএ-বিরোধী বিক্ষোভ, প্রতিবাদে গভীর ভাবে ওই সংগঠনের যুক্ত থাকার কথা বলেছে। প্রতিবাদী বিক্ষোভকারীদের পিএফআই অর্থ সাহায্য করেছে, অন্যান্য পরিকাঠামোগত সহায়তা দিয়েছে বলেও জানিয়েছে সে। ২০১৮ থেকে সে পিএফআইয়ের সঙ্গে যুক্ত, সংগঠনের দিল্লির ত্রিলোকপুরী এলাকার সাধারণ সম্পাদক।
দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা সোমবার তাহিরের ভাই শাহ আলমকেও গ্রেফতার করে। তাকে আশ্রয় দেওয়া তিনজনও গ্রেফতার হয়েছে।
এদিকে তাহিরকে গত ৬ মার্চ অঙ্কিত খুনের মামলায় সাতদিনের পুলিশ হেফাজতে পাঠায় আদালত। তাঁর আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যায়।
দিল্লি হিংসায় যোগ? গ্রেফতার কট্টরপন্থী সংগঠন পিএফআইয়ের দুই নেতা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Mar 2020 04:21 PM (IST)
পুলিশ সূত্রের খবর, দিল্লির হিংসার ব্যাপারে দানিশ নামে গ্রেফতার হওয়া পিএফআইয়ের এক সদস্য জিজ্ঞাসাবাদে সিএএ-বিরোধী বিক্ষোভ, প্রতিবাদে গভীর ভাবে ওই সংগঠনের যুক্ত থাকার কথা বলেছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -