রোজারিও: ৫ হাজার ৯২৫। গোটা বিশ্বে করোনাভাইরাসে এখনও পর্যন্ত এই বিরাট সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। চিনেই মৃত্যু হয়েছে ৩ হাজার ১৯৯ জনের। চিনের পর যে দেশে করোনা সবথেকে বেশি ভয়াবহ আকার নিয়েছে, তা হল ইতালি। সেদেশে এখনও পর্যন্ত ১ হাজার ৪৪১ জনের প্রাণনাশ হয়েছে। আক্রান্ত ইউরোপের একাধিক দেশও। যার মধ্যে রয়েছে স্পেনও। ফুটবল যুবরাজ লিওনেল মেসি যে দেশের ক্লাবের হয়ে খেলেন সেই স্পেনেও মৃত্যু হয়েছে ১৮৩ জনের। নোভেল করোনায় আক্রান্ত ৫ হাজারের ওপরে। মেসির দেশও এই ভাইরাসের থাবা থেকে রেহাই পায়নি। আর্জেন্টিনায় ২ জনের মৃত্যু সহ ৩১ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে।


এই সঙ্কটে বিশ্ববাসীর জন্য বিশেষ বার্তা দিলেন বার্সা তারকা লিওনেল মেসি। নিজের সমস্ত সোশ্যাল অ্যাকাউন্টে দুই সন্তানের সঙ্গে ছবি পোস্ট করে 'এলএমটেন' লিখেছেন-


'এটা আমাদের জন্য একটা কঠিন সময়। চারিদিকে যা ঘটছে, তা নিয়ে আমরা চিন্তিত এবং আমরা প্রত্যেকে তাঁদের সাহায্য করতে চাই যারা নিজেরা সরাসরি আক্রান্ত কিংবা প্রথম সারিতে দাঁড়িয়ে হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে পরিষেবা দিয়ে যাচ্ছে।     


স্বাস্থ্যকে সবার আগে অগ্রাধিকার দিতে হবে। এটা একটি ব্যতিক্রমী সময় যেখানে আমাদের প্রত্যেকের উচিত স্বাস্থ্য দফতর এবং সরকারি নির্দেশিকাকে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলা। আর সেটা করলেই আমরা সবথেকে কার্যকর উপায়ে এর বিরুদ্ধে লড়তে পারব।


এটা দায়িত্বশীল হওয়ার সময়। বাড়িতে থাকুন। প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর সুযোগ সবসময় পাওয়া যায় না, এটাই পরিবারের সঙ্গে সময় কাটানোর ভাল সময়।


আলিঙ্গন, আশা করি খুব শীঘ্রই পরিস্থিতির পরিবর্তন ঘটবে।'