নিউজিল্যান্ড ক্রিকেটের জনসংযোগ বিভাগের প্রধান রিচার্ড বুক জানিয়েছেন, ‘নিউজিল্যান্ডের পুরুষ, মহিলা সহ সব খেলোয়াড়কে নিয়মিত তথ্য দেওয়া হচ্ছে। করোনা ভাইরাসের বিষয়ে নতুন যে তথ্য আসছে, কী ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত, সেটা সবাইকে জানিয়ে দেওয়া হচ্ছে। নিউজিল্যান্ড ক্রিকেটের চিফ মেডিক্যাল অফিসার, স্বাস্থ্যমন্ত্রক ও স্পোর্টস নিউজিল্যান্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে তথ্য দিয়ে যাচ্ছে, সেটির উপরেও নজর রাখা হচ্ছে।’
আইপিএল-এ যে ক্রিকেটাররা খেলবেন, তাঁদের জন্য এখনও কোনও সতর্কবার্তা জারি করেনি বিসিসিআই। নির্ধারিত সূচি অনুযায়ী, ২৯ মার্চ থেকেই এই প্রতিযোগিতা শুরু হবে বলে জানানো হয়েছে। তবে বিসিসিআই সূত্রে খবর, সংক্রমণ এড়াতে দর্শকদের সঙ্গে সেলফি তোলা বা অটোগ্রাফ না দেওয়ার পরামর্শ দেওয়া হতে পারে ক্রিকেটারদের।
ইংল্যান্ড এখন শ্রীলঙ্কা সফরে আছে। ইসিবি-র পক্ষ থেকে ক্রিকেটারদের করমর্দন না করার পরামর্শ দেওয়া হয়েছে। পারস্পরিক সংস্পর্শের মাধ্যমে যাতে ভাইরাস না ছড়ায়, সেটা নিশ্চিত করার জন্যই সতর্কতা জারি করা হয়েছে।