চেন্নাই: দেশের বিভিন্ন জায়গায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে এবারের আইপিএল বাতিল করার আর্জি জানিয়ে মাদ্রাজ হাইকোর্টে মামলা দায়ের করলেন জি অ্যালেক্স বেনজিগার নামে এক আইনজীবী। বৃহস্পতিবার বিচারপতি এম এম সুন্দ্রেশ ও বিচারপতি কৃষ্ণন রামাস্বামীর বেঞ্চে শুনানি হবে।

আর্জিতে ওই আইনজীবী বলেছেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, আজ পর্যন্ত করোনা ভাইরাসের কোনও ওষুধ বা প্রতিষেধক আবিষ্কার হয়নি। সারা বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। এটি মহামারীর আকার ধারণ করেছে। সেই কারণে কেন্দ্রীয় সরকারকে আইপিএল বন্ধ করার নির্দেশ দেওয়া উচিত আদালতের।’

এবারের আইপিএল শুরু হচ্ছে ২৯ মার্চ থেকে। চলবে ২৪ মে পর্যন্ত। করোনা ভাইরাস ছড়িয়ে পড়া সত্ত্বেও আইপিএল চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে বিসিসিআই। কিন্তু ইতালির ফুটবল লিগ সিরি আ-র ম্যাচগুলিতে ৩ এপ্রিল পর্যন্ত দর্শকদের প্রবেশাধিকার বন্ধ করে দেওয়ার কথা উল্লেখ করে আদালতের দ্বারস্থ হয়েছেন বেনজিগার। তাঁর দাবি, এবারের আইপিএল-এর কোনও ম্যাচই আয়োজনের অনুমতি দেওয়া উচিত নয়।