আম্মান (জর্ডন): এশিয়ান বক্সিং অলিম্পিক কোয়ালিফায়ারের সেমি-ফাইনালে উঠে আগেই টোকিও অলিম্পিক গেমসের যোগ্যতা অর্জন করেছিলেন এম সি মেরি কম। তবে সেমি-ফাইনালে হেরে তাঁকে ব্রোঞ্জ পেয়েই সন্তুষ্ট থাকতে হল। আজ ৫১ কেজি বিভাগের সেমি-ফাইনালে চিনের ইউয়ান চ্যাংয়ের কাছে হেরে গেলেন মেরি কম।
৬ বারের বিশ্বচ্যাম্পিয়ন মেরি কম সেমি-ফাইনালে হেরে গেলেও, ৬৯ কেজি বিভাগের ফাইনালে উঠেছেন বিকাশ কৃষ্ণন। তিনি আজ সেমি-ফাইনালে কাজাকস্তানের ঝুসুপভ আবলাইখানকে হারিয়ে দিয়েছেন। অন্যদিকে, সেমি-ফাইনালে হেরে ব্রোঞ্জ পেয়েছেন অমিত পাঙ্গাল ও লাভলিনা বর্গোহাইন। তাঁরা প্রত্যেকেই অলিম্পিক গেমসের যোগ্যতা অর্জন করেছেন। এখনও পর্যন্ত আটজন বক্সার টোকিও অলিম্পিক গেমসে যাওয়া নিশ্চিত করেছেন।
এশিয়ান বক্সিং অলিম্পিক কোয়ালিফায়ারের সেমি-ফাইনালে হেরে ব্রোঞ্জ মেরি কমের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Mar 2020 09:50 PM (IST)
৬ বারের বিশ্বচ্যাম্পিয়ন মেরি কম সেমি-ফাইনালে হেরে গেলেও, ৬৯ কেজি বিভাগের ফাইনালে উঠেছেন বিকাশ কৃষ্ণন।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -