নদিয়ার তৃণমূল বিধায়ক খুনের মামলায় ১২ তারিখ মুকুলকে তলব সিআইডির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Mar 2020 10:37 PM (IST)
নদিয়ার কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের খুনের ঘটনায় যে এফআইআর দায়ের হয় তাতে মুকুলের নাম রয়েছে।
কলকাতা: নদিয়ার তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের মামলার তদন্তে বিজেপি নেতা মুকুল রায়কে ফের সমন পাঠাল সিআইডি। ১২ তারিখ তাঁকে ভবানী ভবনে যেতে বলা হয়েছে বলে খবর। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের জন্য মুকুলকে সিআইডি ডেকে পাঠিয়েছে। নদিয়ার কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের খুনের ঘটনায় যে এফআইআর দায়ের হয় তাতে মুকুলের নাম রয়েছে।