মুম্বই: দেশে করোনা মহামারী মোকাবিলায় ৫০ লক্ষ টাকা দান করলেন ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকর।
খবরে প্রকাশ, দেশের ক্রীড়া ব্যক্তিত্বদের মধ্যে সচিনের অনুদান সবচেয়ে বেশি। সচিন ছাড়াও দেশের একাধি ক্রীড়া ব্যক্তিত্ব সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কেউ নিজের বেতন দিয়েছেন তো কেউ বিলি করেছেন মেডিক্যাল সরঞ্জাম। জানা গিয়েছে, ৫০ লক্ষের মধ্যে সচিন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়েছেন ২৫ লক্ষ আর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়েছেন ২৫ লক্ষ টাকা।
সচিনের এক ঘনিষ্ঠ সূত্র মারফৎ জানা গিয়েছে, প্রাক্তন ক্রিকেট তারকা নিজেই দুটি ত্রাণ তহবিলে দান করার সিদ্ধান্ত নেন।
সচিনের পাশাপাশি করোনা-মোকাবিলায় এগিয়ে এসেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও। একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে তিনি দুঃস্থদের ৫০ লক্ষ টাকার চাল বিলি করবেন বলে জানিয়েছেন। এছাড়া, পঠান ভাতৃদ্বয়-- ইরফান ও ইউসুফ বরোদা পুলিশ ও স্বাস্থ্য দফতরকে তাঁরা ৪ হাজার মাস্ক বিলি করেছেন। পুণের একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে ১ লক্ষ টাকা দিয়েছেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি।
ক্রিকেট বাদে অন্য ক্রীড়াক্ষেত্রে প্রতিষ্ঠিতরাও এগিয়ে এসেছেন সাহায্যে। যেমন, কুস্তিগীর বজরং পুনিয়া ও দৌড়বিদ হিমা দাস জানিয়েছেন, তাঁরা তাঁদের বেতন দান করবেন।
এখনও পর্যন্ত বিশ্বে ২৫ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়েছে করোনাভাইরাস। ভারতে মারা গিয়েছেন ১৭ জন।