বেঙ্গালুরু: অভিশপ্ত করোনায় মাত্র ১৪ দিনের ব্য়বধানে মা ও দিদিকে হারিয়েছেন ভারতের মহিলা ক্রিকেট দলের তারকা বেদা কৃষ্ণমূর্তি। ভারতীয় ক্রিকেট মহলে যে খবরে শোকের ছায়া। এবার দুজনের উদ্দেশে আবেগপূর্ণ চিঠি লিখলেন বেদা। সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করলেন। যে চিঠি পড়ে অনেকেরই চোখের জল বাঁধ মানল না।


গত ২৪ এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন জাতীয় মহিলা দলের ক্রিকেটার বেদা কৃষ্ণমূর্তির মা। তাঁর দিদিও কোভিড আক্রান্ত বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন বেদা নিজেই। মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছিলেন দিদি বৎসলা শিবকুমার। বেঙ্গালুরু থেকে ২৪৫ কিলোমিটার দূরে চিকমাগালুরে একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তবে তিনি কিছুটা সেরেও উঠেছিলেন। ৫ মে সন্ধে পৌনে ছটায় আচমকাই মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৪২ বছর। যা জানাজানি হওয়ার পর শোকস্তব্ধ দেশের ক্রিকেট মহল।


মৃত্যুশোকে পাথর হয়ে রয়েছেন বেদা। মা ও দিদির উদ্দেশে লিখেছেন, 'আমার সুন্দরী মা ও দিদিকে। বাড়িতে সকলের কাছে গত কয়েকদিন ভীষণ মর্মান্তিক কেটেছে। তোমরা দুজনে এই বাড়ির ভিত ছিলে আর আমি কোনওদিন ভাবতে পারিনি তোমরা কেউই আমার জীবনে থাকবে না। আমি মর্মাহত। মা, তুমি আমাকে ভীষণ সাহসী করে তুলেছো। তুমি শিখিয়েছো, পরিস্থিতি যেমনই হোক না কেন সবসময় যেন বাস্তবসম্মত থাকতে পারি। আমার দেখা সবচেয়ে সুন্দর, খুশি ও নিঃস্বার্থ ব্যক্তি তুমি। দিদি, আমি জানি তোর কাছে আমিই সবচেয়ে প্রিয় ছিলাম। তুই লড়াকু। আমাকে শিখিয়েছিলি কীভাবে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে হয়।'



বেদা চিঠিতে আরও লিখেছেন, 'তোমরা এমন দুজন যারা আমার সব কাছে, সব কথায় আনন্দ পেয়েছো। আমি খুব অহঙ্কারী ছিলাম যে, আমার দুই মা রয়েছে। কিন্তু অহঙ্কার মনে হয় সকলকে মানায় না। শেষ কয়েকটা দিন তোমাদের সঙ্গে এত ভাল কাটিয়েছিলাম। কল্পনাও করিনি যে, সেটাই হবে তোমাদের সঙ্গে কাটানো আমার শেষ মুহূর্ত। তোমরা দুজনই ছেড়ে যাওয়ার পর আমার জীবন ওলট পালট হয়ে গিয়েছে। জানি না পরিবার হিসাবে কীভাবে আমরা আবার ঘুরে দাঁড়াব। শুধু বলতে পারি, তোমাদের ভীষণ ভালবাসি আর প্রত্যেক মুহূর্তে তোমাদের অভাব টের পাব।'


সেই সঙ্গে সকলকে করোনার বিরুদ্ধে সচেতন হওয়ার আবেদন করেছেন তিনি। বেদা জানিয়েছেন, সবরকম সাবধানতা অবলম্বন করেও তাঁর পরিবার তছনছ হয়ে গিয়েছে।