নয়াদিল্লি: করোনাভাইরাস আতঙ্কে ভারত-দক্ষিণ আফ্রিকার সিরিজের শেষ দুটি একদিনের ম্যাচ বাতিল করা হল। আগামী ১৫ মার্চ লখনউ ও ১৮ মার্চ ইডেনে সিরিজের শেষ দুটি ম্যাচ খেলা হওয়ার কথা ছিল। বিসিসিআই সূত্রের খবর, ওই দুটি ম্যাচ বাতিল করা হয়েছে।
সিরিজের প্রথম ম্যাচ গত ১২ মার্চ ধর্মশালায় বৃষ্টির কারণে ভেস্তে যায়।
করোনার জেরেই এবারের আইপিএল ২৯ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে গিয়েছে।
ধর্মশালায় ম্যাচ বাতিলের পর দুটি দলই দ্বিতীয় ম্যাচের জন্য লখনউ-তে পৌঁছে গিয়েছে শুক্রবার।বিসিসিআইয়ের এক পদস্থ আধিকারিক বলেছেন, আইপিএল স্থগিত রাখার পর এই সময় সিরিজ বাতিল করাটাই সমীচিন বলে মনে হয়েছে। দেশ এখন গুরুতর অতিমারির মুখোমুখি হয়েছে।
ওই আধিকারিক আরও জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা দল দিল্লিতে আসবে এবং যে বিমান আগে পাওয়া যাবে, সেই বিমানে দেশে ফিরবে।
এর আগে সরকারি নির্দেশিকার কারণে ওই ম্যাচ দুটি দর্শকশূন্য স্টেডিয়ামে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অতিমারির পরিপ্রেক্ষিতে দর্শকদের জন্য স্টেডিয়ামের দরজা বন্ধ রাখার নির্দেশের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
উল্লেখ্য, করোনা আতঙ্কের জেরে সারা বিশ্বেই একাধিক ক্রীড়া প্রতিযোগিতা বাতিল বা স্থগিত হয়ে গিয়েছে।
করোনাভাইরাস আতঙ্ক: ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের বাকি দুটি ম্যাচ বাতিল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Mar 2020 06:07 PM (IST)
করোনাভাইরাস আতঙ্কে ভারত-দক্ষিণ আফ্রিকার সিরিজের শেষ দুটি একদিনের ম্যাচ বাতিল করা হল।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -