নয়াদিল্লি: ভারতে এসেছে স্যামসাং-এর গ্যালাক্সি এস২০ সিরিজ। এই সিরিজের সব থেকে জনপ্রিয় স্মার্টফোন গ্যালাক্সি এস২০ আলট্রা-র ডেলিভারি আজ থেকে শুরু হয়েছে। যাঁরা প্রি বুকিং করেছেন, আজ থেকে তাঁদের বাড়ি বাড়ি পৌঁছে যাবে নয়া এই সেট।
গ্যালাক্সি এস২০ আলট্রা স্যামসাংয়ের পুরোপুরি প্রিমিয়াম ডিভাইস। এর র্যাম ১২ জিবি, ১২৮ জিবি স্টোরেজ। এছাড়া আছে ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র্যাম আর ৫১২ জিবি স্টোরেজ। ভারতে এই ফোনের দাম শুরু হচ্ছে ৯২,৯৯৯ টাকা থেকে। যাঁরা প্রি বুকিং করতে পারেননি, তারা বিক্রি শুরু হওয়ার পর এই ফোন কিনতে পারবেন।
গ্যালাক্সি এস২০ আলট্রা-র ব্যাটারি ৫০০০ এমএএইচ, সঙ্গে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধে। ফোনটি কাজ করে অ্যান্ড্রয়েড ১০ বেসড স্যামসাং-এর ওয়ান ইউআই ২.০ ওএসে। সঙ্গে আছে ১০০x জুম সাপোর্ট, ৬.৯ ইঞ্চি ইনফিনিটি-ও ডিসপ্লে আর ১২০ হার্টজ রিফ্রেশ রেট। এছাড়া ৭এনএম ৬৪-বিট অক্টাকোর প্রসেসর রয়েছে এর সঙ্গে। এছাড়া ফটোগ্রাফির জন্য রয়েছে ৪৮ এমপির টেলিফটো লেন্স, ১০৮ এমপির ওয়াইড অ্যাঙ্গল লেন্স, ১২ এমপির আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গল লেন্স, রিয়ারে রয়েছে ডেপথ সেন্সর। রয়েছে ১০X হাইব্রিড জুম ও ১০০X ডিজিটাল জুম। সেলফির জন্য আছে ৪০ মেগাপিক্সেল ক্যামেরা। ৮০০০ ভিডিও রেকর্ডিং করা যাবে এতে, কোম্পানির বক্তব্য, ঠিক এমন মানের ফোন ভারতে এর আগে আসেনি।
স্যামসাং গ্যালাক্সি এস২০ আলট্রা আজ থেকে পৌঁছে যাবে প্রি বুকড কাস্টমারদের ঠিকানায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Mar 2020 03:01 PM (IST)
ভারতে এই ফোনের দাম শুরু হচ্ছে ৯২,৯৯৯ টাকা থেকে। যাঁরা প্রি বুকিং করতে পারেননি, তারা বিক্রি শুরু হওয়ার পর এই ফোন কিনতে পারবেন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -