জামাইকা:  মাঠে উইকেট নিয়ে সেলিব্রেশন করার সময় তাঁর ‘স্যালুট’ বিশ্বক্রিকেটের অন্যতম আকর্ষণীয় ছবি। সেই শেলডন কটরেলের মানবিক ছবিটাও এবার ধরা পড়ল। ভারতের দৃষ্টিহীন ক্রিকেটারদের ‘স্যালুট’ করলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা পেসার।

জামাইকায় কটরেলের আর্মি বেস ক্যাম্প ঘুরতে গিয়েছিল ভারতের দৃষ্টিহীন ক্রিকেটারদের দল। যারা বর্তমানে দৃষ্টিহীনদের ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন। জামাইকার দৃষ্টিহীন ক্রিকেট দলের সঙ্গে দুটি সিরিজ খেলবে তারা। তিনটি ওয়ান ডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ।



তার ফাঁকেই কটরেলের ক্যাম্পে যান ক্রিকেটারেরা। ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে নিজের ছবি পোস্ট করেন কটরেল। সঙ্গে তাঁর সেই বিখ্যাত ‘স্যালুট’। কটরেল লেখেন, ‘ভারতের দৃষ্টিহীন ক্রিকেটারদের দল জামাইকায় ঐতিহাসিক সফরে এসেছে। ক্যাম্প পার্কে আমার আর্মি বেস ক্যাম্পে ওদের সঙ্গে দেখা করলাম। এই ক্রিকেটারদের এবং তাঁদের অর্জিত কৃতিত্বকে কুর্ণিশ জানাই।’