শিশুদের উপর যৌন নির্যাতনে ন্যূনতম ২০ বছরের জেল, সর্বোচ্চ মৃত্যুদণ্ড, রাজ্যসভায় পাশ পকসো সংশোধনী বিল
Web Desk, ABP Ananda | 24 Jul 2019 07:53 PM (IST)
গতকাল রাজ্যসভায় পকসো সংশোধনী বিল পেশ করেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি।
নয়াদিল্লি: শিশুদের উপর যৌন নির্যাতনের ক্ষেত্রে কড়া শাস্তির ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার। আজ রাজ্যসভায় পাশ হয়ে গেল পকসো সংশোধনী বিল। এই বিলে বলা হয়েছে, শিশুদের উপর যৌন নির্যাতনের ক্ষেত্রে ন্যূনতম সাজা ১০ বছরের কারাদণ্ড থেকে বাড়িয়ে ২০ বছরের কারাদণ্ড করা হবে। সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। শিশু পর্নোগ্রাফি রোখার জন্যও সাজার কথা বলা হয়েছে এই বিলে। গতকাল রাজ্যসভায় পকসো সংশোধনী বিল পেশ করেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। রাজ্যসভায় সেই বিল পাশ হওয়ার পর এবার পাঠানো হবে লোকসভার অনুমোদনের জন্য। এ মাসের গোড়ায় কেন্দ্রীয় মন্ত্রিসভা পকসো আইন সংশোধনের বিষয়টি অনুমোদন করেছে। লোকসভার অনুমোদন পেলেই বিলটি আইনে পরিণত হতে আর কোনও বাধা থাকবে না।