নয়াদিল্লি: ভারতীয় টেরিটোরিয়াল আর্মির সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল হওয়ার  জন্য মহেন্দ্র সিংহ ধোনির ভূয়সী প্রশংসা করলেন ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার শেলডন কোট্রেল। ভারতের বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ককে প্রকৃত দেশপ্রেমিক বলেও অভিহিত করেছেন তিনি।

ইংল্যান্ডে সদ্যসমাপ্ত বিশ্বকাপে উইকেট নেওয়ার পর সামরিক কায়দায় স্যালুট করে উচ্ছ্বাস পালনের জন্য দর্শকদের নজর কেড়ে নিয়েছিলেন কোট্রেল। তাঁর এই উচ্ছ্বাস প্রকাশ ট্রেডমার্ক হয়ে উঠেছিল। সেই কোট্রেল সোশ্যাল মিডিয়ায় একাধিক বার্তা দিয়েছেন এবং একটি ভিডিও শেয়ার করে ধোনির ভূয়সী প্রশংসা করেছেন।




২০১৮-তে ধোনির পদ্মভূষণ সম্মান গ্রহণের ভিডিও শেয়ার করেছেন কোট্রেল।



কোট্রেল লিখেছেন, ক্রিকেট মাঠে এই ব্যক্তি একজন অনুপ্রেরণা। কিন্তু তিনি দেশপ্রেমিকও এবং দেশের প্রতি কর্তব্যের বাইরেও অবদান রাখেন।

দ্বিতীয় ট্যুইটে তিনি লিখেছেন, আমি আমার বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে ভিডিওটি শেয়ার করলাম, কারণ, এই সম্মানের ব্যাপারে আমার অনুভূতি কী, তাঁরা তা জানেন। কিন্তু স্বামী ও স্ত্রীর মধ্যে এই মুহুর্তটা দেশ ও সঙ্গীর প্রতি অনুপ্রেরণাদায়ক ভালোবাসার দিকই তুলে ধরে।

টেরিটোরিয়াল আর্মির সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল ধোনি। পাঁচ দফা প্যারাশ্যুট প্রশিক্ষণ জাম্প সম্পূর্ণ করায় তিনি যোগত্যা অর্জনকারী প্যারাট্রুপারও।

টেরিটোরিলায় আর্মিতে প্রশিক্ষণের জন্য ধোনি ভারতীয় দলের আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে সরে দাঁড়িয়েছেন।