কলকাতা: সদ্যই শেষ হয়েছে ত্রয়োদশ আইপিএল। চতুর্দশ আইপিএল আর খুব বেশি দূরে নেই। আগামী বছরের এই টি ২০ টুর্নামেন্ট আরও বড়সড় হতে পারে। কারণ, আট দলের আইপিএলে এবার নবম দল সামিল হতে পারে।
সংযুক্ত আরব আমিরশাহিতে এবারের আইপিএলের ফাইনালের পরই এ নিয়ে জল্পনা শুরু হয়। এই জল্পনার উৎস ছিল সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন। ওই প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয় যে, আইপিএলে নবম ফ্র্যাঞ্চাইজিকে সামিল করা নিয়ে চিন্তাভাবনা করছে বিসিসিআই।
যদিও এ ব্যাপারে বিসিসিআই আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেয়নি। কিন্তু সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, আগামী মরশুমেই আইপিএলে নতুন একটি দলের যোগ হতে পারে এবং নতুন ফ্র্যাঞ্চাইজির জন্য দর হাঁকতে দেখা যেতে পারে আদানি গ্রুপ ও সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের মতো সংস্থাগুলি।


প্রতিবেদন অনুযায়ী,বিগত কয়েক বছর ধরেই আদানি গ্রুপ প্রকাশ্যেই আইপিএলে দল কেনার আগ্রহ প্রকাশ করেছে। আহমেদাবাদে গড়ে উঠেছে বিশ্বমানের সর্দার পটেল স্টেডিয়াম। ফলে আদানি গ্রুর এবার আইপিএলের দলের মালিক হওয়ার লক্ষ্যে ঝাঁপাতে পারে বলে মনে করা হচ্ছে। সেইসঙ্গে সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ আইপিএল পরিবারের সঙ্গে যুক্ত, অতীতে দুবার রাইজিং পুনে সুপারজায়ান্টসের মালিকও ছিল।
এক দশকেরও বেশি সময় আগে আইপিএল শুরু হওয়ার পর একবারই এই টুর্নামেন্টে ১০ টি দল অংশ নিয়েছিল।
২০১১-র মরশুমে কোচি টাস্কার্স কেরল (কেটিআর) ও পুনে ওয়ারিয়র্স সহ ১০ দল টুর্নামেন্টে খেলেছিল। ২০১২ ও ২০১৩-তে খেতাবি দৌড়ে ছিল নয়টি করে দল। এরপর ২০১৪ থেকে ২০২০ পর্যন্ত প্রত্যেক মরশুমে টুর্নামেন্ট হয়েছে আটটি দলের।
২০১৬ ও ২০১৭-তে রাইজিং পুনে সুপারজায়ান্টস ও গুজরাত লায়ন্স খেলেছিল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের পরিবর্তে। ২০১৮-তে চেন্নাই ও রাজস্থান দুটি দলেরই প্রত্যাবর্তন ঘটেছিল।