গুয়াহাটি: কোর্টের অবস্থা ভাল না হওয়ায় সিনিয়র ন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে অস্বীকার করলেন সাইনা নেহওয়াল। আজ প্রি-কোয়ার্টার ফাইনালে শ্রুতি মুন্দাদার বিরুদ্ধে ম্যাচ ছিল সাইনার। কিন্তু কোর্টের অবস্থা দেখে তিনি জানিয়ে দেন, এই ম্যাচ খেলবেন না। তখন আসরে নামেন জাতীয় ব্যাডমিন্টন সংস্থার সচিব ওমর রশিদ সহ অন্য কর্তারা। তাঁরা সাইনা, তাঁর স্বামী পারুপল্লী কাশ্যপ ও সাই প্রণীতকে সন্ধেবেলা ম্যাচ খেলতে রাজি করান। তার মধ্যে কোর্টের অবস্থার উন্নতি করা হবে বলে আশ্বাস দেন কর্তারা।

কাশ্যপ জানিয়েছেন, ‘(পিভি) সিন্ধুর ম্যাচের পর কোর্টের কয়েক জায়গায় কাঠের টুকরো উঠে এসেছিল। এখন কর্তারা বলছেন কোর্ট সারাবেন। আমরা সন্ধেবেলা প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচ খেলার জন্য আবার আসব।’

গত বছরের শেষদিকে শিনবোনে চোট পান সাইনা। তাই অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের আগে তিনি কোনও ঝুঁকি নিতে চাইছেন না। যে কোর্টে জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ হচ্ছে, সেখানেই খেলতে গিয়ে গোড়ালিতে চোট পান সমীর বর্মা। সেটা দেখেই খেলতে চাননি সাইনা।