নয়াদিল্লি: কোভিড-১৯ অতিমারী জনিত পরিস্থিতির কারণে আগামী আগস্টে ভারতীয় ক্রিকেট দলের প্রস্তাবিত সংক্ষিপ্ত জিম্বাবোয়ে সফর বাতিল করল বিসিসিআই।
এর আগে ভারতের শ্রীলঙ্কা সফরও বাতিল হয়ে যায়। শ্রীলঙ্কা ক্রিকেট বৃহস্পতিবার জানিয়েছিল যে, ভারতের সঙ্গে জুন-জুলাইয়ের সীমিত ওভারের সিরিজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
বিসিসিআই সভাপতি জয় শাহ শুক্রবার এক বিবৃতিতে ভারতীয় দলের জিম্বাবোয়ে সফর বাতিলের ঘোষণা করেছেন। তিনি বলেছেন, করোনাভাইরাস সংক্রান্ত পরিস্থিতির কারণে ভারতীয় দল শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ে সফরে যাবে না ভারতীয় দল।
করোনার প্রকোপ: শ্রীলঙ্কার পর বাতিল ভারতীয় দলের জিম্বাবোয়ে সফরও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Jun 2020 09:58 PM (IST)
কোভিড-১৯ অতিমারী জনিত পরিস্থিতির কারণে আগামী আগস্টে ভারতীয় ক্রিকেট দলের প্রস্তাবিত সংক্ষিপ্ত জিম্বাবোয়ে সফর বাতিল করল বিসিসিআই।
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -