ঢাকা: করোনা ভাইরাস মোকাবিলায় অর্থসাহায্য করেছেন বিভিন্ন দেশের অনেক ক্রিকেটার। এবার এগিয়ে এলেন বাংলাদেশের তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তিনি টেস্টে প্রথম দ্বিশতরানের ইনিংস খেলেছিলেন যে ব্যাট নিয়ে, সেটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন। নিলাম থেকে যে অর্থ পাওয়া যাবে, সেটি তিনি করোনা মোকাবিলার জন্য দান করবেন বলে জানিয়েছেন।


২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ম্যাচে ২০০ রান করেন মুশফিকুর। তিনিই টেস্টে বাংলাদেশের হয়ে প্রথম দ্বিশতরানের নজির গড়েন। ফলে সেই ব্যাটটির গুরুত্ব তাঁর কাছে অনেক। কিন্তু তা সত্ত্বেও এই সঙ্কটের মুহূর্তে মানুষের পাশে থাকার জন্য ব্যক্তিগত অনুভূতিকে দূরে সরিয়ে রাখছেন।

এ বিষয়ে এই ক্রিকেটার বলেছেন, ‘আমার কাছে অবশ্যই এই ব্যাটের বিশেষ গুরুত্ব আছে। কারণ, এটির সঙ্গে ইতিহাস জড়িয়ে আছে। সবাই দেশের হয়ে প্রথম দ্বিশতরানের অধিকারী হতে পারে না। আমি এই ব্যাটটি খুব পছন্দ করতাম। কিন্তু মানুষের জীবনের চেয়ে বড় কিছু হতে পারে না। সেই কারণে আমি ব্যাটটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছি। এই আত্মত্যাগের মাধ্যমে যদি আমি একজন-দু’জনকেও সাহায্য করতে পারি, তাহলে সেটা সবচেয়ে বড় কৃতিত্ব হবে। যদি ভাল সাড়া পাই, তাহলে আরও কয়েকটি জিনিস নিলামে তুলব। এই সময় মানুষকে সাহায্য করার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই।’

টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানরা এখনও পর্যন্ত পাঁচটি দ্বিশতরান করেছেন। তার মধ্যে তিনটি দ্বিশতরানই করেছেন মুশফিকুর। তিনিই টেস্টে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রহকারী। ২০১৮ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান করেন তিনি।