ASHA Workers Recruitment: রাজ্যের এই জেলায় আশা কর্মী (ASHA Workers) নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। উপযুক্ত যোগ্যতা থাকলে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে আবেদনপত্র। ৩ জানুয়ারি থেকে আবেদনপত্র জমা দেওয়া হচ্ছে নির্দিষ্ট ঠিকানায়। আগামী ২৪ জানুয়ারি আবেদনের শেষ তারিখ।


ASHA Workers jobs 2022: মুর্শিদাবাদ জেলার বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রে আশাকর্মীদের নিয়োগ করা হবে।সব মিলিয়ে ৪০০ আশাকর্মী নিয়োগ করবে কর্তৃপক্ষ। সেই ক্ষেত্রে বর্তমানের শূন্য পদ ১১১ ও নতুন ২৮৯টি শূ্ন্য পদে আশাকর্মীদের নিয়োগ করা হবে। এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের http://murshidabad.gov.in-এ যোগাযোগ করতে হবে।


ASHA Workers Recruitment: যোগ্যতা
এই পদে আবেদনের জন্য আবেদনকারীদের ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। কেবল বিবাহিত, ডিভোর্সি অথবা বিধবা মহিলারাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই মহিলাদের অবশ্যই কর্মস্থলের বাসিন্দা হতে হবে। যে জায়গার জন্য তাঁরা আবেদন করছেন সেখানকার বাসিন্দা না হলে আবেদন করতে পারবেন না মহিলারা। এই বিষয়ে আরও বিশদে জানতে চাকরিপ্রার্থীদের এসডিও, বিডিও, বিএমওএইচ, গ্রাম পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে হবে।


ASHA Workers jobs 2022: বয়স সীমা
এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের বয়স ৩০-৪০ বছরের মধ্যে হতে হবে। তবে SC/ST চাকরিপ্রার্থীদের জন্য এই বয়সসীমা ২২-৪০ বছর। এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের http://murshidabad.gov.in-এ অফিশিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেখে নিতে হবে। সরকারি নিয়ম মেনে দেওয়া হতে পারে বয়সের ক্ষেত্রে ছাড়।


ASHA Workers Recruitment: কীভাবে করবেন আবেদন ?
মুর্শিদাবাদে আশাকর্মী পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে উপযুক্ত যোগ্যতার প্রমাণপত্র সহযোগে আবেদনটি সরকারি অফিসে পাঠাতে হবে। আগামী ২৪ জানুয়ারির মধ্যে পাঠাতে হবে এই আবেদনপত্র। নিজে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিন চাকরির বিস্তারিত বিবরণ।


Education Loan Information:

Calculate Education Loan EMI