মেলবোর্ন: গত প্রায় বেশ কয়েক বছর ধরেই তালিবানদের দখলে আফগানিস্তান ক্রিকেট (Afganistan Cricket)। এরপর থেকেই আফগানিস্তানে মহিলাদের ওপর অত্যাচার বেড়েছে। কেড়ে নেওয়া হয়েছে নারী স্বাধীনতাও। নানা ধরণের পোশাকে নিয়ন্ত্রণ থেকে শুরু করে সে দেশের মেয়েদের খেলার দুনিয়ায় এগনোর পথে সবচেয়ে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে তালিবানরাই। যার প্রতিবাদে এবার আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলা থেকে পিছিয়ে আসল ক্রিকেট অস্ট্রেলিয়া। উল্লেখ্য, আগামী আগস্টে হওয়ার কথা এই টি-টোয়েন্টি সিরিজ।
এই নিয়ে তৃতীয়বার আফগানদের বিরুদ্ধে সিরিজ খেলা থেকে পিছিয়ে এল অস্ট্রেলিয়া। ২০২১ সালে ২ দেশের মধ্যে টেস্ট হওয়ার কথা ছিল। কিন্তু সেখানেও রাজি হয়নি অজিরা। গত বছর ওয়ান ডে সিরিজও খেলেনি কামিন্সের দল। ২ দল ২২ গজে মুখোমুখি হয়েছিল ওয়ান ডে বিশ্বকাপের মঞ্চে। সেই ম্য়াচে অতিমানবীয় ইনিংস খেলেছিলেন গ্লেন ম্য়াক্সওয়েল। নিজের কেরিয়ারের তো অবশ্যই, এমনকী অজি ব্যাটারদের মধ্যে বিশ্বকাপের মঞ্চে প্রথম দ্বিশতরান এসেছিল ম্য়াক্সওয়েলের ব্যাটেই। উল্লেখ্য, আফগানিস্তানের মন্ত্রীসভার এক সদস্য এমনও জানিয়েছিলেন, “যে কোনও খেলা, যাতে শরীর দেখা যায় তা মহিলাদের জন্য নিষিদ্ধ।'' এই ভাবনা চিন্তার বিরুদ্ধেই অজিদের প্রতিবাদ।
উল্লেখ্য, আইসিসির পূর্ণ সদস্য থাকা দেশগুলির মধ্যে আফগানিস্তানই একমাত্র দেশ, যাদের মহিলা দল নেই। সে দেশের পুরুষ ক্রিকেট দল বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিলেও দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অনেক দেশই পিছিয়ে এসেছে। তার অন্যতম কারণই তালিবানদের ক্রিকেটের ওপর এভাবে নিয়ন্ত্রণ। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে এক বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ''ক্রিকেট অস্ট্রেলিয়া অনেক দিন ধরেই আফগানিস্তান বোর্ডের সঙ্গে কথা বলছে। সেখানে মহিলাদের সুরক্ষা ও স্বাধীনতার বিষয়ে জানতে চেয়েছিল। কিন্তু কোনও সদুত্তর পাওয়া যায়নি। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা আমাদের সিদ্ধান্তে অটল থাকব। এই সিরিজ খেলা থেকে পিছিয়ে এলাম আমরা।''
গত বছর ওয়ান ডে বিশ্বকাপের সেই রোমহর্ষক ম্য়াচে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯১ রান বোর্ডে তুলেছিল আফগানিস্তান। সেখান থেকে রান তাড়া করতে নেমে একসময়ে ৯১ রানে ৭ উইকেট হারিয়ে ফেলেছিল অস্ট্রেলিয়া। সেখান থেকে কামিন্সকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়াকে অবিশ্বাস্য জয় এনে দেন গ্লেন ম্য়াক্সওয়েল। পায়ে ক্র্যাম্প, হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে ২১টি বাউন্ডারি ও ১০টি ছক্কার সাহায্যে ১২৮ বলে ২০১ রান করে অপরাজিত থেকে যান ম্য়াক্সওয়েল।