কলকাতা: সপ্তাহান্তে রাজ্যে জাঁকিয়ে শীত। কলকাতায় পারদ নামতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে। জানাল আবহাওয়া দফতর। তবে, আগামী দু’দিন তাপমাত্রা থাকবে ঊর্ধ্বমুখী। ভোরের দিকে থাকবে ঘন কুয়াশার দাপট।
সূর্য-ধোওয়া ভোর নয়... আকাশ কুয়াশার চাদরে মোড়া। সকাল থেকেই কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা কুয়াশাচ্ছন্ন। বেলা গড়াতে ক্রমে উঁকি দেয় রোদ্দুর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,সপ্তাহান্তে ফিরতে পারে জাঁকিয়ে শীত। কলকাতায় পারদ নামতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে।
তবে, আগামী দুদিন স্বাভাবিকের উপরেই থাকবে তাপমাত্রা। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি।
আবহাওয়া দফতর জানিয়েছে, বাতাসের জলীয় বাষ্প বেশি থাকায় আগামী ২ দিন সকালের দিকে থাকবে কুয়াশার দাপট। ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা। কুয়াশা থাকবে উত্তরবঙ্গেও।
এছাড়া দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ডেও রয়েছে ঘন কুয়াশার সতর্কতা।
জাঁকিয়ে শীত এখনও পড়েনি!যদিও আলমারি থেকে বেরিয়েছে শীতের গরম পোশাক!ভোরের দিকে শীত-চাদরের মায়া কাটিয়ে ঘুম থেকে উঠলেও, কুয়াশার চাদর সরছে না বেলা গড়ালেও! কবে আসবে সেই শীত?
অপেক্ষায় শহরবাসী।
আবহবিদরা জানিয়েছে, জম্মু কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে উত্তুরে হাওয়া ঢোকায় বাধা প্রাপ্ত হচ্ছে। তার জেরেই ফের বাড়ছে তাপমাত্রা। গতকাল রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা ছিল স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। এদিন সর্বনিম্ন তাপমাত্রা আরও বেড়েছে।