বেঙ্গালুরু: দায়সারা শট খেলে আউট হওয়ার ধারাবাহিকতা অব্যাহত ঋষভ পন্থের। গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচেও তিনি খারাপ শট খেলে আউট হন। চার নম্বরে ব্যাট করতে নেমে ২০ বলে ১৯ রান করার পর বিয়ন ফরচুইনের বলে অ্যান্ডিল ফেলুকওয়ায়োর হাতে ক্যাচ দিয়ে আউট হন পন্থ। তিনি লং অফের উপর দিয়ে ছক্কা মারার চেষ্টা করেছিলেন। কিন্তু বলটি সোজা ফেলুকওয়ায়োর হাতে গিয়ে পড়ে। এভাবে বারবার দায়িত্বজ্ঞানহীনের মতো আউট হয়ে যাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটপ্রেমীদের সমালোচনার মুখে পড়েছেন পন্থ।
ভারতের এই তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যানকে মহেন্দ্র সিংহ ধোনির পরিবর্ত হিসেবেই ভাবছেন নির্বাচকরা। পন্থের প্রতিভা নিয়ে কারও সন্দেহ নেই। কিন্তু তাঁর মানসিকতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে। ১১টি টেস্ট ম্যাচ, ১২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং ১৯টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন পন্থ। কিন্তু তিনি এখনও পর্যন্ত পরিণত মানসিকতা দেখাতে পারেননি। তিনি দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারছেন না। সেই কারণেই ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীরা।