বেঙ্গালুরু: ভারতকে ৯ উইকেটে হারিয়ে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতে নিল সফরকারী দক্ষিণ আফ্রিকা। সেই সঙ্গে তিন ম্যাচের সিরিজও অমীমাংসিতভাবে শেষ হল ১-১ ফলে।
রবিবার টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু দক্ষিণ আফ্রিকার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। একমাত্র ব্যতিক্রম শিখর ধবন। ইনিংস ওপেন করতে নেমে ২৫ বলে ৩৬ রান করেন দিল্লির বাঁহাতি ব্যাটসম্যান। তাঁর ইনিংসে ছিল ৪টি চার ও ২টি ছক্কা। ধবনই এদিন দলের সর্বোচ্চ স্কোরার। তিনি ছাড়া বলার মতো রান পেয়েছেন ঋষভ পন্থ (১৯), রবীন্দ্র জাডেজা (১৯) ও হার্দিক পাণ্ড্য (১৪)। কোহলি (৯), রোহিত শর্মা (৯), শ্রেয়স আইয়ার (৫), ক্রুণাল পাণ্ড্য (৪) - কেউই রান পাননি।
নির্ধারিত ২০ ওভারে ১৩৪/৯ স্কোরে আটকে যায় ভারত। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে কাগিসো রাবাডা তিনটি এবং বেউরান হেনড্রিকস ও বর্ন ফর্টউইন দুটি করে উইকেট নেন। এক উইকেট তাবারেস শামসির।
জবাবে ব্যাট করতে নেমে ১৯ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। মাত্র এক উইকেট হারিয়ে। ব্যাট হাতে প্রোটিয়াদের জয়ের নায়ক অধিনায়ক কুইন্টন ডিকক। ইনিংস ওপেন করতে নেমে ৫২ বলে ৭৯ রানে অপরাজিত ছিলেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৬ বাউন্ডারি ও ৫ ওভার বাউন্ডারি। ভারতীয় বোলারদের কেউই নজর কাড়তে পারেননি। ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ২ উইকেট নেওয়া হেনড্রিকস ম্যাচের সেরা হয়েছেন। সিরিজের সেরা ডিকক।
তৃতীয় ম্যাচে ভারতকে ৯ উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকা, টি-টোয়েন্টি সিরিজ অমীমাংসিত
Web Desk, ABP Ananda
Updated at:
22 Sep 2019 11:13 PM (IST)
ব্যাট করতে নেমে ১৯ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। মাত্র এক উইকেট হারিয়ে
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -