পুনে: ক্রিকেট ফুটবল নয়, এটা পুরোপুরি অধিনায়কদের খেলা। কোচকে সেটা অবশ্যই বুঝতে হবে। বললেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
পুনের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে ভারতের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ অধিনায়ক মন্তব্য করেন, একজন সফল কোচের যে সব গুণ থাকা উচিত, তার মধ্যে প্রধান হল ম্যান ম্যানেজমেন্ট। ক্রিকেট ফুটবল নয়, এখনকার অনেক ক্রিকেট কোচ ভাবেন ফুটবল টিমের মত করে ক্রিকেট টিম পরিচালনা করবেন তাঁরা। কিন্তু ক্রিকেট পুরোপুরি অধিনায়কের খেলা, কোচকে নেপথ্যে থাকতেই হবে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভারতীয় দলের অধিনায়ক থাকার সময় কোচ গ্রেগ চ্যাপেলের সঙ্গে সৌরভের ঝামেলা সর্বজনবিদিত। তাই কেরিয়ারে পাওয়া সেরা উপদেশ কী জানতে চাওয়া হলে ১১৩টি টেস্ট খেলা ক্রিকেটার তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন, কখনও কোচ বাছতে যেও না।
চলতি এশিয়া কাপে পাকিস্তান ও শ্রীলঙ্কার পারফরম্যান্স মোটেই ভাল নয়। সৌরভ বলেছেন, এরা শক্তিশালী দল, এই খারাপ ফর্ম সাময়িক, শিগগিরই এরা আগের জায়গায় ফিরে আসবে বলে তিনি নিশ্চিত। তবে বর্তমান অস্ট্রেলীয় দল গত ২০-২৫ বছরে তাঁর দেখা সব থেকে নিম্নমানের বলে মন্তব্য করেন তিনি।
বর্তমান ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রীকে যদি কোনও প্রশ্ন করতে হয়, কী করবেন। সৌরভ জানান, দল কে নির্বাচন করেন, আপনি না রোহিত শর্মা। তিনি বলেন, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, বীরেন্দ্র সহবাগ, জাহির খান ও হরভজন সিংহের মত চ্যাম্পিয়ন ক্রিকেটারকে নেতৃত্ব দিতে পেরে তিনি গর্বিত। আজও ভারতীয় দলে বহু প্রতিভাধর খেলোয়াড় রয়েছে কিন্তু তাঁরা নিশ্চিত নন পরের ম্যাচে সুযোগ পাবেন কিনা। তিনি তাঁর খেলোয়াড়দের পাশে সব সময় দাঁড়াতেন কারণ তাঁদের কাছ থেকে দেখতেন তিনি, দেখতেন, চাপের মুখে কার প্রতিক্রিয়া কেমন। এ নিয়ে বিরাট কোহলিকে আর একটু খাটতে হবে, বলেছেন সৌরভ।
ক্রিকেট অধিনায়কের খেলা, কোচ অবশ্যই নেপথ্যে থাকবেন, বললেন সৌরভ
ABP Ananda, Web Desk
Updated at:
25 Sep 2018 10:17 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -