এমনই অভিনব দৃশ্যের সাক্ষী থাকল রবিবাসরীয় মেলবোর্ন। মানবিক উদ্দেশে যেদিন ক্রিকেট মাঠে প্রত্যাবর্তন ঘটল কিংবদন্তিদের।
অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানল গ্রাস করেছে প্রচুর প্রাণ, সম্পদ। ধ্বংস হয়েছে সবুজ। পরিস্থিতি মোকাবিলার জন্য গড়া হয়েছে ত্রাণ তহবিল। সেই তহবিলের জন্যই আয়োজিত হয়েছিল দশ ওভারের একটি চ্যারিটি ক্রিকেট ম্যাচ। রবিবার মেলবোর্নে সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল রিকি পন্টিং একাদশ ও অ্যাডাম গিলক্রিস্ট একাদশ। আর সেই ম্যাচেই ফের এক ফ্রেমে দেখা গেল সচিন-লারা-পন্টিং-আক্রমদের।
অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, ম্যাচের টিকিট বিক্রি করে মোট ৭৭ লক্ষ মার্কিন ডলার উঠেছে ত্রাণ তহবিলের জন্য। ভারতীয় মুদ্রায় অঙ্কটা প্রায় ৫৬ কোটি টাকা।
ম্যাচে পন্টিং একাদশ এক রানে হারিয়েছে গিলক্রিস্ট একাদশকে। প্রথমে ব্যাট করে পন্টিংয়ের দল ১০ ওভারে পাঁচ উইকেটে ১০৪ রান তোলে। ব্রায়ান লারা ১১ বলে তিনটি চার ও দুটি ছক্কা মেরে ৩০ রান করেন। তিনিই পন্টিংয়ের দলের সর্বোচ্চ স্কোরার। পন্টিং নিজে করেন ২৬ রান। ম্যাথু হেডেন করেন ১৬ রান।
রান তাড়া করতে নেমে গিলক্রিস্টদের শুরুটা ভালই হয়েছিল। ওপেনিং পার্টনারশিপে ৪৯ রান যোগ করেন গিলক্রিস্ট ও শেন ওয়াটসন। গিলক্রিস্ট ১১ ও ওয়াটসন ৩০ রান করেন। তবে ব্রেট লি ও লিউক হজ ধাক্কা দেন। দুজনে মিলে দ্রুত তিন উইকেট তুলে নেন। ব্র্যাড হজ কোনও রান না করে ফেরেন। যুবরাজ ৬ বলে ২ রানে আউট হন। ১৩ বলে ২৯ রান করে চেষ্টা করেছিলেন সাইমন্ডস।
দু ইনিংসের বিরতিতে সচিন ২০১৯ সালের বর্ষসেরা মহিলা ক্রিকেটার এলিস পেরি ও অ্যানাবেল সাদারল্যান্ডের বলে ব্যাট করেন। সচিন মূল ম্যাচে খেলেননি। পন্টিংয়ের দলের কোচ হিসাবে দায়িত্ব সামলেছেন। বিরতিতে মাস্টার ব্লাস্টারের ব্যাটিংয়ের সময় অবশ্য দর্শক উন্মাদনা ছিল চোখে পড়ার মতোই।