লখনউ: মহিলাদের ক্রিকেটে বড়সড় সাফল্য পেল পূর্বাঞ্চল। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) আয়োজিত মহিলাদের সিনিয়র আঞ্চলিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল পূর্বাঞ্চল। আর সেই জয়ে বড় অবদান থাকল বাংলারও। কারণ, পূর্বাঞ্চল দলের আট ক্রিকেটার বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেন।
সোমবার ছিল মহিলাদের সিনিয়র আঞ্চলিক টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল। লখনউয়ের শ্রী অটলবিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে পূর্বাঞ্চলের প্রতিপক্ষ ছিল পশ্চিমাঞ্চল। পূর্বাঞ্চল দলে ছিলেন বাংলার দীপ্তি শর্মা, ধারা গুজ্জর, প্রিয়ঙ্কা বালা, রিচা ঘোষ, মিতা পাল, তিতাস সাধু ও সাইকা ইশাক। মহিলাদের আইপিএলে নজর কেড়েছিলেন সাইকা। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের জন্য ভারতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি। মহিলাদের সিনিয়র আঞ্চলিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে পূর্বাঞ্চলের নেতৃত্বের দায়িত্বেও ছিলেন সাইকা। গোটা টুর্নামেন্টেই বাংলার ক্রিকেটারেরা ভাল খেলেন। দলের কোচও হয়েছিলেন বাংলার প্রবাল দত্ত।
তবে ফাইনাল ম্যাচটি ভেস্তে যায় বৃষ্টিতে। লিগ পর্বে নেট রান রেটে এগিয়ে থাকার কারণে পূর্বাঞ্চলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
মঙ্গলবার বিজয় হাজারেতে বাংলা বনাম পাঞ্জাব
বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) মঙ্গলবার থানেতে বাংলার সামনে পাঞ্জাব। আপাতত গ্রুপ ই-র শীর্ষে রয়েছে বাংলা। তবে শেষ ম্যাচে পাঞ্জাবকে হারালেও গ্রুপ শীর্ষে থেকে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র নাও পেতে পারেন সুদীপ ঘরামিরা। কারণ, তামিলনাড়ু মঙ্গলবারই শেষ ম্যাচ খেলবে নাগাল্যান্ডের বিরুদ্ধে। যে ম্যাচে তামিলনাড়ু ফেভারিট। নাগাল্যান্ড জিতলে সেটা টুর্নামেন্টের অন্যতম বড় অঘটন হবে।
বাংলার টিম ম্যানেজমেন্ট ধরেই নিয়েছে যে, তামিলনাড়ু সহজেই নাগাল্যান্ডকে হারাবে। সেক্ষেত্রে তামিলনাড়ু শেষ করবে ২০ পয়েন্টে। বাংলা যদি শেষ ম্যাচে পাঞ্জাবকে হারায়, তাদেরও পয়েন্ট হবে ২০। কিন্তু যেহেতু গ্রুপ পর্বে দুই দলের ম্যাচে বাংলাকে হারিয়েছিল তামিলনাড়ু, তাই টুর্নামেন্টের নিয়ম মেনে দীনেশ কার্তিকরাই গ্রুপ শীর্ষে থাকবেন।
শেষ ম্যাচে বাংলা পাঞ্জাবকে হারালে গ্রুপে দ্বিতীয় স্থানে থেকে নক আউটে যাবে। একমাত্র সমস্যা হবে যদি, পাঞ্জাব বিরাট ব্যবধানে বাংলাকে হারায়। তবেই নেট রান রেটে এগিয়ে যেতে পারে পাঞ্জাব (+১.২৬০)। টুর্নামেন্টের নিয়ম হচ্ছে, পাঁচ গ্রুপের সেরা পাঁচ দল সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। আর দ্বিতীয় স্থানে থাকা পাঁচটি দল ও পয়েন্টের বিচারে তৃতীয় স্থানে থাকা একটি দল - সব মিলিয়ে ৬টি দল উঠবে প্রি-কোয়ার্টার ফাইনালে। সেখান থেকে তিন বিজয়ী দল উঠবে কোয়ার্টার ফাইনালে। দ্বিতীয় স্থানে থেকে শেষ করলে প্রি-কোয়ার্টার ফাইনাল খেলতে হবে বাংলাকে। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতেও যা হয়েছিল।
আরও পড়ুন: ABP Exclusive: ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বাতিল বিমান-ট্রেন, বিজয়ওয়াড়ায় উদ্বেগে বাংলার টিটি খেলোয়াড়েরা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।