এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বিশ্ব একাদশ। আহমেদ শেহজাদের ৮৯ রানের অসাধারণ ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮৩ রান করে পাকিস্তান। শেহজাদ ৫৫ বলে আটটি বাউন্ডারি ও তিনটি ছক্কার সাহায্যে ৮৯ রান করেন। তিনি রানআউট হয়ে যান। না হলে হয়তো নিশ্চিতভাবেই আন্তর্জাতিক টি-২০ ম্যাচে দ্বিতীয় শতরান পেতেন। বাবর আজম ৩১ বলে ৪৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন।
১৮৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৫০ রান করেই থেমে যায় বিশ্ব একাদশ। ডেভিড মিলার ও থিসারা পেরেরা দু’জনেই ৩২ রান করেন। হাসান আলি ২৮ রান দিয়ে ২ উইকেট নেন।
এই সিরিজের প্রথম ম্যাচে ২০ রানে জিতেছিল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে সাত উইকেটে জিতে সিরিজে সমতা ফেরায় বিশ্ব একাদশ। তবে তৃতীয় তথা শেষ ম্যাচে জয় পেল পাকিস্তান।