নয়াদিল্লি: করোনাভাইরাসের জেরে স্তব্ধ হয়ে পড়া আন্তর্জাতিক ক্রিকেটকে পুনরায় চালু করার পরিকল্পনা নিয়ে ভার্চুয়াল বৈঠকে আইসিসি। একইসঙ্গে, করোনার জেরে নষ্ট হওয়া সময় ও বিভিন্ন সদস্য দেশের অনুরোধ মেনে নতুন করে সাজানো হচ্ছে ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি)।
আর এই পরিস্থিতিতে, করোনা-পরবর্তী সময়ে প্রথম দেশ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট খেলা প্রথম দেশ হতে চলেছে ভানুয়াতু। সব ঠিকঠাক চললে প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই ছোট্ট দ্বীপরাষ্ট্র হল প্রথম দেশ যারা করোনা-মহামারী পরবর্তী অধ্যায়ে ক্রিকেট খেলতে চলেছে। এই প্রেক্ষিতে আন্তর্জাতিক খ্য়াতি ও খবরের শিরোনাম চলে আসতে চলেছে ভানুয়াতু।
এখানে বলে রাখা প্রয়োজন, ভানুয়াতু-তেও কোভিড ১৯ হানা দিয়েছিল। মার্চ মাসের শেষ দিকে গোটা দ্বীপরাষ্ট্রে জররি অবস্থা জারি ছিল। সব আন্তর্জাতিক সীমান্ত বন্ধ ও আন্তর্জাতিক উড়ান করে দিয়েছিল সেখানকার প্রশাসন। সম্প্রতি, করোনামুক্ত হিসেবে ঘোষিত হয়ে ভানুয়াতু।
আইসিসি-র অ্যাসোসিয়েট সদস্যগুলির অন্যতম ভানুয়াতু। করোনা-হানার আগে বিশ্বকাপ নির্বাচনী পর্যায়ে বেশ জোরালো প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের মেলে ধরতে শুরু করেছিল তারা। প্রথমে মহিলা লিগ দিয়ে ফের ক্রিকেট শুরু হতে চলেছে ভানুয়াতুতে। তারপর, পুরুষদের প্রতিযোগিতা শুরু হবে।
ভানুয়াতু ক্রিকেট সিইও শ্যেন ডেইচ আইসিসি-র ওয়েবসাইটে বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি ক্রিকেটকে পুনরায় শুরু করার। কারণ তা এখন নিরাপদ। তবে, আমরা এটাও বুঝি যে, শারীরিক দূরত্ব বজায় রাখাও জরুরি। তাই যাবতীয় নির্দেশ অনুসরণ করে এবং সুস্বাস্থ্যবিধি মেনেই করা হবে।
ক্রিকেটভক্তদের কাছে এটা আশার দিক। কারণ, ইংল্যান্ডে মূলস্রোত ক্রিকেট ফিরতে ফিরতে ন্যূনতম জুলাই মাস হয়ে যাবে। অন্য়দিকে, বিসিসিআই ও অস্ট্রেলিয়া জানিয়ে দিয়েছে সরকারি সঙ্কেত পেলে তবেই দেশে ক্রিকেট চালু হতে পারে।
কোভিড-১৯ মহামারীর পর ফিরছে ক্রিকেট, শুরু ভানুয়াতুতে, স্বাগত আইসিসি-র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Apr 2020 09:56 PM (IST)
ভানুয়াতু-তেও কোভিড ১৯ হানা দিয়েছিল।
ফাইল ছবি
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -