মুম্বই: চলতি বছরের শেষে ভারতের মাটিতে বসছে ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup 2023) আসর। ২০১১ সালের পর ফের একবার উপমহাদেশে ক্রিকেটের সবচেয়ে বড় ইভেন্ট। আগামী ১০ আগস্ট থেকে শুরু হতে চলেছে বিশ্বকাপের টিকিট বিক্রি। অনলাইনে টিকিট বিক্রি করা হবে। কিন্তু এবার শুধু অনলাইনের টিকিট দেখিয়ে মাঠে ঢোকা যাবে না। যাঁরা যাঁরা বিশ্বকাপের ম্যাচ দেখতে আসবেন, তাঁদের সেই সংশ্লিষ্ট কেন্দ্র থেকে ছাপা টিকিটও সংগ্রহ করতে হবে, শুক্রবার এমনটাই জানিয়ে দিয়েছেন বোর্ড সচিব জয় শাহ। এই বিষয়ে বিসিসিআইয়ের তরফে রাজ্য় ক্রিকেট সংস্থার কাছে টিকিটের দাম প্রসঙ্গেও জানতে চাওয়া হয়েছে। সূত্রের খবর, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সব রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে টিকিটের দাম কত রাখা হবে, তা জানতে চাওয়া হয়েছে।


আসন্ন ৫০ ওভারের বিশ্বকাপে  ১৫ অক্টোবর দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের (India vs Pakistan) দ্বৈরথ। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই ম্যাচ আয়োজিত হওয়ার কথা। তবে এই ম্যাচ ঘিরে তৈরি হয়েছে অনিশ্চিয়তা। কারণ ওইদিন নররাত্রি শুরু হচ্ছে। গুজরাতে এই সময় ম্যাচের জন্য পর্যাপ্ত নিরাপত্তারক্ষী আয়োজন করাটা বেশ চাপেরই। সেই কারণেই ম্যাচের দিনক্ষণ বদল থেকে ভেন্যু বদল, সব নিয়েই জল্পনা-কল্পনা চলছে। এবার এ নিয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ।


জয় শাহ সাফ জানিয়ে দিচ্ছেন ভারত-পাকিস্তান ম্যাচ আমদাবাদেই খেলা হবে। চিরপ্রতিদ্বন্দ্বীদের মহাদ্বৈরথের জায়গা বদল হচ্ছে না। তবে নিরাপত্তাজনিত সমস্যা যাতে না হয়, সেই ম্যাচের দিনক্ষণে বদল ঘটতে চলেছে।  আগামী দুই, তিনদিনের মধ্যেই এই বিষয়ে সরকারিভাবে জানিয়ে দেওয়া হবে বলেও দাবি করছেন বিসিসিআই সচিব। অবশ্য এই বদলটা নিরাপত্তার অভাবের কারণে নয় বলেও দাবি করেছেন তিনি।


জয় শাহ রিপোর্টারদের বলেন, 'তিন সদস্য সূচি বদলের জন্য আইসিসির কাছে অনুরোধ করেছে। শুধুমাত্র দিনক্ষণ বদলাবে, মাঠ কিন্তু বদলাচ্ছে না। দুইটি ম্যাচের আগে পাঁচ-ছয়দিনের ব্যবধান থাকলে, সেটাকে কমিয়ে আমরা চার-পাঁচদিন করার চেষ্টা করছি। আসন্ন তিন, চার দিনের মধ্যেই গোটা বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। আইসিসির সঙ্গে কথাবার্তা বলেই সূচি বদল করা হবে।' তিনি আরও যোগ করেন, 'মাত্র কয়েকজন বোর্ড সদস্যই আইসিসির কাছে আবেদন করেছে। শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে নিরাপত্তা দেওয়াটা কোনও বিষয় নয়।'