গায়ানা: দেশের জার্সিতে দীর্ঘদিন হল অবসর নিয়েছেন। বয়স ৪৬ পেরিয়েছে। কিন্তু এই বয়সেও স্পিনে জালে ফেলছেন প্রতিপক্ষ ব্যাটারদের। গ্লোবাল সুপার লিগে গায়ানা অ্য়ামাজন ওয়ারিয়র্সের জার্সিতে খেলতে নেমে একাই ৪ উইকেট তুলে নিলেন প্রাক্তন প্রোটিয়া স্পিনার ইমরান তাহির (Imran Tahir)। তাহিরের দুরন্ত বোলিংয়ের সুবাদ নিউজিল্য়ান্ডের ফ্র্যাঞ্চাইজি দল সুপার স্ম্যাশ টিম সেন্ট্রাল ডিস্ট্রিক্টস ৯২ রানে অল আউট হয়ে গিয়েছিল।

কিউয়ি দলটি এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিং করে। জনসন চার্লস ও মঈন আলি দুজনেই দ্রুত আউট হয়ে যান। রহমনউল্লাহ গুরবাজ ও জুয়েল অ্য়ান্ড্রু মিলে ৮৪ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। ২৯ বলে ৪৫ রান করে আউট হয়ে যান অ্য়ান্ড্রু। গুরবাজ অবশ্য় অর্ধশতরান পূরণ করেন। নিজের ইনিংসে তিনটি বাউন্ডারি ও কয়েকটি ছক্কা হাঁকান। গায়ানা অ্য়ামাজন ওয়ারিয়র্স ৬ উইকেট হারিয়ে ১৫৮ রান বোর্ডে তুলে নেয়।

রান তাড়া করতে নেমে মাত্র ৭ ওভারের মধ্য়ে ৩৭ রান বোর্ডে তুলতেই অর্ধেক শিবির গায়ানা দলের প্যাভিলিয়নে ফিরে যান। ১৪.২ ওভারে ৯২ রান করেই অল আউট হয়ে যায় সেন্ট্রাল ডিস্ট্রিক্টস। ৬৬ রানে ম্য়াচ হেরে যায় তারা। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে গায়ানা অ্য়ামাজন ওয়ারিয়র্স শীর্ষে উঠে এসেছে। উল্লেখ্য, আইপিএলে না খেললও অন্য়ান্য ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন তাহির।

পাঁচ উইকেট নিয়েও নির্লিপ্ত বুমরাদিনের খেলা শেষে বুমরার দিকে সেই প্রশ্নই ছুঁড়ে দেওয়া হয়েছিল সাংবাদিকদের তরফে। বুমরা বলছেন, ''সত্যি বলতে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আলাদা করে খুশি হওয়ার কিছু ছিল না। অনেকক্ষণ ধরে বোলিং করছিলাম। কখনও কখনও আমার ক্লান্ত মনে হয় নিজেকে। আমি সত্যি বলতে এখন ২১-২২ বছরের ছেলে নই। তাই লাফালাফি করব এমনটা নয়। আমি খুশি যে দেশের জন্য আমি কিছু অবদান রাখতে পারলাম। এটুকুই। এছাড়া আমি শুধু নিজের বোলিংটাই করে যেতে চাই। আর কিছু নয়।"

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৭৪ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেন বুমরা। লর্ডসের 'অনার্স বোর্ড' ১৫তম ভারতীয় বোলার হিসাবে নাম লেখান তিনি। এই কীর্তি নিঃসন্দেহেই দারুণ সৌভাগ্যের। এটি টেস্ট কেরিয়ারে বুমরার ১৫তম পাঁচ উইকেট হল ছিল। এই ৫ পাঁচ উইকেট নেওয়ার সুবাদেই তিনি কপিল দেবের এক দীর্ঘদিনের রেকর্ড ভেঙে ফেললেন।