দুবাই: পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপ (Asia Cup) জিতেছে ভারত। কিন্তু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালের পর এখনও ট্রফি হাতে পাননি সূর্যকুমার যাদবরা। যা নিয়ে তুমুল বিতর্ক চলছে। ভারতীয় দল এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করে বলে খবর। আর তা নিয়ে এশিয়া কাপ শেষ হয়ে যাওয়ার পরেও বিতর্কের রেশ কমেনি। যদিও ভারতের তরফে পাল্টা বলা হয় যে, ট্রফি দিতে অস্বীকার করেন নকভিই। তিনি ট্রফি না দিয়েই মাঠ ছাড়েন বলে বোমা ফাটায় ভারতীয় শিবির।

Continues below advertisement

এই বিতর্কে এবার মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার এ বি ডিভিলিয়ার্স (AB de Villiers)। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন, 'যিনি ট্রফি তুলে দেওয়ার জন্য উপস্থিত ছিলেন, তাঁকে দেখে হয়তো খুশি হতে পারেনি ভারত। কিন্তু আমার মনে হয় না যে, খেলাধুলোয় এরকম অবস্থানের কোনও গ্রহণযোগ্যতা আছে বলে। রাজনীতিকে খেলার মাঠ থেকে দূরে রাখা উচিত। খেলাধুলো এক জিনিস। যাকে খেলাধুলোর মতোই উপভোগ করা উচিত। রাজনীতি আলাদা।'

এখানেই থেমে থাকেননি ডিভিলিয়ার্স। তিনি আরও বলেছেন, 'গোটা ঘটনা দেখে কিছুটা তো খারাপ লেগেইছে। আশা করি ভবিষ্যতে ওরা সব কিছু ঠিক করে নেবে। ক্রিকেটারেরা মাঝেমাঝেই কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যায়। এটাই দেখতে ভাল লাগে না।'

Continues below advertisement

ভারতীয় দলের প্রশংসাও করেছেন ডিভিলিয়ার্স। বলেছেন, 'এবার সকলে মিলে ক্রিকেটে মনোনিবেশ করা যাক। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই ভারতীয় দলকে কিন্তু দারুণ শক্তিশালী মনে হচ্ছে। ভারতীয় দলে দুর্দান্ত সব প্রতিভা রয়েছে। বড় মঞ্চে ওরা সফল হওয়ার ক্ষমতা রাখে।'

এশিয়া কাপ শেষ হওয়ার পরেও বিতর্ক যেন কিছুতেই থামছে না। শর্ত চাপিয়ে ভারতকে ট্রফি ফেরত দেওয়ার কথা জানিয়েছিলেন মহসিন নকভি। বলেছিলেন, দুবাইয়ে গিয়ে ট্রফি নিয়ে যেতে হবে সূর্যকুমার যাদবকে। তবে তার জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে চেয়েছিলেন তিনি। সেই অনুষ্ঠানে তিনি নিজে উপস্থিত থেকে সূর্যকুমারদের হাতে ট্রফি ও মেডেল তুলে দিতে চেয়েছেন। আর এই আবহে প্রোটিয়া কিংবদন্তি ডিভিলিয়ার্সের মন্তব্যে অনেকেই বেশ অবাক। বিশেষ করে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য। বিরাট কোহলির অন্যতম ঘনিষ্ঠ বন্ধুও এ বি। আইপিএল খেলে পেয়েছিলেন প্রবল জনপ্রিয়তা।