মুম্বই: তাঁকে বরাবরই আদর্শ মানেন বিরাট কোহলি (Virat Kohli)। তাঁকে দেখেই তো এক সময় গেয়ে উঠেছিলেন, তুঝ মে রব দিখতা হ্যায়...
আর ক্রিকেট ঈশ্বর গুরুদক্ষিণা দেওয়ার জন্য কোহলিকে দিলেন এমন এক মঞ্চ, যেখানকার বাইশ গজে খেলেই ক্রিকেট মহাকাশে সচিন তেন্ডুলকরের মতো এক নক্ষত্রের আবির্ভাব। মুম্বইয়ের ওয়াংখেড়ে। সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ঘরের মাঠ। যেখানে নিউজ়িল্যান্ড (IND vs NZ) বোলারদের শাসন করে সেঞ্চুরি করলেন কোহলি। ওয়ান ডে ক্রিকেটে সেঞ্চুরির হাফসেঞ্চুরি। ভেঙে দিলেন সচিনের রেকর্ড। ওয়ান ডে ক্রিকেটে ৪৯টি সেঞ্চুরি ছিল মাস্টার ব্লাস্টারের। কিংগ কোহলি ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি করে স্পর্শ করেছিলেন সচিনের কীর্তি। বুধবার সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক তৈরি করে দিলেন।
এবং সেঞ্চুরির পর গুরুদক্ষিণায় কোনও কার্পণ্য করলেন না কোহলি। মাঠে দাঁড়িয়ে কুর্নিশ শুরু করলেন। পাশে খুলে রাখা হেলমেট। ব্য়াট। গ্লাভস। মাথা ঝুঁকিয়ে কুর্নিশ করতে শুরু করলেন কোহলি। টিভি ক্যামেরা সঙ্গে সঙ্গে ধরল সচিনকে। দর্শকাসনে আর বসে থাকতে পারেননি মাস্টার। কালো টি শার্ট। চোখে কালো রোদচশমা। চশমার আড়ালে কি আনন্দাশ্রু ঢাকলেন মাস্টার? বরাবরের আবেগপ্রবণ কিংবদন্তি নিজের শেষ টেস্ট ম্যাচ খেলতে নেমে এই মাঠেই তো চোখের জল আটকাতে পারেননি ১০ বছর আগে!
ভরা গ্যালারির সামনে সচিনকে কুর্নিশ করেই যেন গুরুদক্ষিণা দিলেন ছাত্র কোহলি।
দর্শকাসনে ছিলেন স্ত্রী অনুষ্কাও। কোহলির কেরিয়ারের অন্ধকার সময়ে যাঁকে অনেকে কাঠগড়ায় তুলেছিলেন। বলা হয়েছিল, কোহলির ছন্দ হারার নেপথ্যে নাকি স্ত্রী। সমালোচনায় ক্ষতবিক্ষত কোহলি অনুষ্কার পাশেই দাঁড়িয়েছিলেন। এদিন যখন কোহলি ব্যাট করছেন, অনুষ্কাকে বারবার দেখা গেল টিভি ক্যামেরায়। কখনও হাসছেন, কখনও স্নায়ুর চাপে মুখ পানসে। ফিঙ্গার ক্রসড করে বসে রয়েছেন। কোহলির বিরুদ্ধে ডিআরএস নিল নিউজ়িল্যান্ড। অনুষ্কার মুখ থমথমে। নট আউট ঘোষণা হতেই শিশুসুলভ আনন্দে ফেটে পড়লেন।
সেঞ্চুরি করে স্ত্রীকেও উপহার দিলেন কোহলি। উড়ন্ত চুম্বন। একটা সময় সেঞ্চুরির পর মাঠ থেকেই গ্যালারিতে বসা অনুষ্কার দিকে চুম্বন ছুড়ে দিচ্ছেন কোহলি, এই দৃশ্য দেখে অভ্য়স্ত ছিল ক্রিকেটবিশ্ব। ক্রিকেট রোমান্টিকদের কাছে অমর চিত্রপট। সেই সিনেমা-সুলভ দৃশ্যই ফিরল মাঠে। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করে স্ত্রীকেও কৃতিত্ব দিলেন কোহলি।
১২ বছর আগে এক মায়াবী রাতে মহেন্দ্র সিংহ ধোনির হাতে বিশ্বকাপ ওঠার সাক্ষী ছিল ওয়াংখেড়ে। বুধবার হয়তো ট্রফি নিশ্চিত হয়ে যায়নি। তবে ভারতীয় দলকে ট্রফির আরও কাছে পৌঁছতে দেখে তৃপ্তির ঢেকুর তুলল কানায় কানায় উপচে পড়া গ্যালারি।
আরও পড়ুন: ABP Exclusive: আত্মহননের কথা ভেবেছিলেন, কপিল-মন্ত্রে সেই কুলদীপই এখন বিপক্ষের ত্রাস
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন