বেঙ্গালুরু: ইন্ডিয়া 'সি'-র পাহাড়প্রমাণ ৫২৫ রানের বোঝা। সেই বিরাট রানের পিছনে ধাওয়া করতে নেমে অনবদ্য এক শতরান হাঁকালেন ইন্ডিয়া 'বি' অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের (Abhimanyu Easwaran)। তাঁকে যোগ্য সঙ্গে দিলেন আরেক ওপেনার নারায়ণ জগদীশন। তা সত্ত্বেও দলীপ ট্রফির (Duleep Trophy 2024) দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তৃতীয় দিন শেষে অনেকটাই পিছিয়ে ইন্ডিয়া 'বি' (IND B vs IND C)। দিনশেষে ঈশ্বরণের দলের স্কোর সাত উইকেটের বিনিময়ে ৩০৯ রান। আপাতত ইন্ডিয়া 'সি' প্রথম ইনিংসে ২১৬ রানে এগিয়ে রয়েছে। 


জগদীশন ও ঈশ্বরণ ওপেনিংয়ে মোট ১২৯ রান যোগ করেছিলেন। বড় রানের বিরুদ্ধে মাঠে নেমে শুরুটা ঠিক যেমনটা হওয়ার প্রয়োজন ছিল, তেমনটাই কিন্তু হয়েছিল। দিনের শুরুটা ১২৪ রান ও ১০ উইকেট হাতে নিয়ে ঈশ্বরণরা দিনটা শুরু করেছিলেন। তবে দিনের শুরুর দিকেই জগদীশনকে ৭০ রানে আউট করে ইন্ডিয়া 'সি'-র হয়ে প্রথম সাফল্যটি পান অনসূল কম্বোজ (Anshul Kamboj)। তবে তিনে ব্যাট করতে নেমছিলেন গত ম্যাচের সেঞ্চুরিয়ান মুশির খান। দলের ব্যাটিং ধসের দিনে প্রথম রাউন্ডের ম্য়াচে হাঁকিয়েছিলেন সেঞ্চুরি। তবে এ ম্যাচে তাঁর সংগ্রহ মাত্র এক রান।


মুশির আউট হওয়ার পর তাঁর দাদা সরফরাজের সঙ্গে মিলে ইশ্বরণ ইনিংস পুনরুদ্ধারের চেষ্টা করেন। দুইজনে ৪২ রানের পার্টনারশিপ গড়েন। তবে কম্বোজের গতি একধাক্কায় ইন্ডিয়া 'বি'-কে অনেকটা পিছিয়ে দেয়। অল্প সময়ের ব্যবধানে সরফরাজকে ১৬, রিঙ্কু সিংহকে ছয় ও নীতীশ কুমার রেড্ডিকে দুই রানে আউট করেন। ১৯৪ রানেই আধা ইন্ডিয়া 'বি' দল সাজঘরে ফিরে যায়। কম্বোজ পাঁচ উইকেট নিয়ে ফেলেন। সাতে নামা ওয়াশিংটন সুন্দরকে নিয়ে ফের একবার লড়াই করার চেষ্টা করেন ঈশ্বরণ। দুইজনে মিলে ৪৩ রান যোগও করেন। ইশ্বরণ বেশ কয়েকটি লো স্কোরের পর এক দুরন্ত সেঞ্চুরি পূরণ করেন। তবে সুন্দরও খুব একটা বেশিক্ষণ টিকতে পারেননি। ১৩ রানে তিনি সাজঘরে ফেরেন।


সাই কিশোর এবং ঈশ্বরণ এরপর সপ্তম উইকেটে ৪৬ রান যোগ করেন। সাই কিশোর ২১ রান করেন। তিনি আউট হয়ে সাজঘরে ফিরলেও ঈশ্বরণ কিন্তু ১৪৩ রানে ক্রিজে উপস্থিত রয়েছেন। ইন্ডিয়া 'বি' ঈশ্বরণের দৌলতে ফলো অন সম্ভবত এড়াতে পারবেন। তবে প্রথম ইনিংসে ইন্ডিয়া 'সি'-র রান পার করাটা বেশ কঠিনই মনে হচ্ছে।  







আরও পড়ুন: আগ্রহী হলেও, এক আজব কারণেই ভারতীয় দলের ফিল্ডিং কোচের দায়িত্ব পাননি জন্টি রোডস!