ব্রিসবেন: গতকাল ভারত বনাম অস্ট্রেলিয়ার (IND vs AUS) পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টির জেরে ভেস্তে যায়। ম্যাচে মাত্র ৪.৫ ওভার খেলা হওয়ার পরই ম্যাচ বন্ধ হয়ে যায়। দুইজনে মিলে ৫২ রান যোগ করেন। এই রান করেই কিন্তু ইতিহাস গড়ে ফেললেন অভিষেক শর্মারা (Abhishek Sharma)।
অভিষেক এবং শুভমন গিল (Shubman Gill) এ বারের সিরিজ়ে মোট ১৮৮ রান যোগ করেন। এটাই অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোনও জুটির টি-টোয়েন্টিতে করা সর্বাধিক রান। ডেওয়াল্ড ব্রেভিস এবং ট্রিস্টান স্টাবস এর আগে এতদিন পর্যন্ত এই রেকর্ডের মালিক ছিলেন। তবে সেই রেকর্ড নিজেদের নামে করে ফেললেন দুই ছোটবেলার বন্ধু।
গিল ও অভিষেক বহুদিন ধরেই একসঙ্গে খেলে বড় হয়ে উঠেছেন। এখন জাতীয় দলের হয়েও দুইজনে ওপেনিং করছেন। দুইজনের ব্যক্তিগত সম্পর্কও খুব ভাল। অনেকে অভিষেক এবং গিলের জুটিকে আগুন এবং বরফের যুগলবন্দি বলেই মনে করেন। এই বিষয়ে সাংবাদিকের প্রশ্নে দুইজনের মধ্যেকার সম্পর্কের সমীকরণ খোলসা করলেন অভিষেক শর্মা।
সাংবাদিক বৈঠকে তিনি বলেন, 'আমার মতে তো আমরা দুইজনে আগুন আর আগুনের জুটি। আজকে ও যেমন ব্যাটিং করছিল। আমরা তো অনূর্ধ্ব ১২ স্তর থেকে একসঙ্গে খেলছি, তাই আমরা দুইজনে একে অপরকে খুব ভালভাবে বুঝি। আমি বুঝতে পারি ও কী ধরনের শট খেলতে চলেছে। আর ও জানি আমি কোন বোলারদের আক্রমণ করার চেষ্টা করছি। ও অনেকসময়ই আমায় শট নির্বাচনে সহায়তা করে, আর আমিও একই জিনিস করি। এই সমীকরণটা আমরা মাঠে নেমে খুবই উপভোগ করি।'
এই সিরিজ় মিলিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগাড়ে চারটি টি-টোয়েন্টি সিরিজ় জিতল ভারত। তবে এই সিরিজ় শেষেও সেই এশিয়া কাপের প্রসঙ্গ উঠে এল। সিরিজ় জয়ের পর সূর্যকুমারকে সাংবাদিক বৈঠকে এশিয়া কাপের ট্রফি না পাওয়ার প্রসঙ্গ টেনে এনেই প্রশ্ন করা হয়, 'অবশেষে ট্রফি পেলেন, ট্রফি ছুঁয়ে দেখার সুযোগ পেলেন'। জবাবে ভারতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ককে বলতে শোনা যায়, 'বেশ ভাল লাগছে। ওরা ট্রফিটা দেওয়ার পর সদ্যই স্পর্শ করলাম।'
এরপরেই সূর্যকুমারকে বলতে শোনা যায় তাঁরা এশিয়া কাপ ট্রফি না পেলেও, ভারতীয় দল কিন্তু সদ্যই একটি ট্রফি জিতেছে। সূর্য বলেন, 'তবে মাত্র সপ্তাহখানেক আগেই ভারতের ঘরে তো আরেকটা ট্রফি ঢুকল। ভারতীয় মহিলা দল তো বিশ্বকাপ জিতল। সেই ট্রফিটাও তো ঘরে এসেছে। তাই বেশ ভাল লাগছে।'