এজবাস্টন: চোটের জন্য এই মুহূর্তে মাঠের বাইরে তিনি। আইপিএলে কিছু ম্য়াচে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে খেলতে নামলেও সেভাবে ছন্দে ছিলেন না। প্রচুর রান খরচ করেছিলেন। ইংল্যান্ড সিরিজে শামির অভাব প্রথম ম্য়াচেই বোঝা গিয়েছে। নিজে টিভিতে হেডিংলে টেস্ট দেখেছেন। কীভাবে বুমরা একা কুম্ভ হয়ে বোলিং বাহিনীর হয়ে লড়াই চালিয়েছেন, তা বুঝতেই পেরেছেন। তাই দ্বিতীয় টেস্টের আগেই মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণদের বার্তা দিলেন শামি। অভিজ্ঞ ডানহাতি পেসার মনে করছেন বাকি বোলারদের বুমরার সঙ্গে কথা বলা প্রয়োজন। নিজেদের পরিকল্পনা সম্পর্কে আলোচনা করা প্রয়োজন। টেস্ট সিরিজে ভারতকে জিততে হলে বোলিং বাহিনীর বিরাট ভূমিকা নিতে হবে বলে মনে করেন শামি।
নিজের ইউটিউব চ্যানেলে শামি বলেন, ''বুমরা একটা দিকে লড়াই করে গিয়েছে। কিন্তু প্রথম টেস্টে ও সেভাবে সাপোর্ট পায়নি কারও থেকে। তেমনটা হলে প্রথম ইনিংসেই আমরা অনেক বেশি লিড নিয়ে নিতে পারতাম। দ্বিতীয় ইনিংসেও ৩৭১ রান তাড়া করতে হল ইংল্যান্ডকে। চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে তা করাটা কিন্তু ব্যাটিং দলের কাছে চ্যালেঞ্জিংই হয়ে থাকে। এই পরিস্থিতিতে আমরা আরও ভাল বল করতেই পারতাম। বাকি ভারতীয় বেলাারদের বুমরার সঙ্গে কথা বলা উচিৎ। বুমরাকে সমর্থন করা উচিৎ। তাহলে ভারতের জয় নিশ্চিত হবে।''
চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারছিল ভারতীয় ক্রিকেট দল। গৌতম গম্ভীরের কোচিংয়েই টুর্নামেন্ট জিতেছিল টিম ইন্ডিয়া। লাল বলের ফর্ম্যাটে ১১ টেস্টের মধ্যে ৩ ম্য়াচেই মাত্র জিততে পেরেছে টিম ইন্ডিয়া। প্রাক্তন ভারতীয় ওপেনার বলেছেন, ''গৌতম গম্ভীরের ওপর অনেক চাপ থাকবে। যদি কোচিংয়ের দায়িত্ব পাওয়ার পর থেকে গম্ভীরের রিপোর্টকার্ডের দিকে তাকানো যায় তাহলে দেখা যাবে যে টেস্টে খুব বেশি ম্য়াচ জয় পায়নি ভারত। বাংলাদেশের বিরুদ্ধে দুটো টেস্ট ও অস্ট্রপেলিয়ার বিরুদ্ধে ১টি টেস্ট জয়। কিন্তু তাছাড়া কিউয়িদের বিরুদ্ধে ঘরের মাঠে তিনটি ম্য়াচ। অজিদের বিরুদ্ধে তিনটি ম্য়াচ ও ইংল্যান্ডের বিরুদ্ধে এক ম্য়াচ হারতে হয়েছে।''
চোপড়া আরও বলেন, ''নির্বাচকদের তরফে গম্ভীরের কাছে প্রশ্ন করা হতে পারে যেমন দল তিনি চেয়েছেন, তেমন দলই দেওয়া হয়েছে। তাহলে ভুল কোথায় হচ্ছে। যেমন ধরণের প্লেয়ার পছন্দ করেছেন। দলের প্রয়োজনে সব কথাই শোনা হয়েছে। এই পরিস্থিতিতে ইংল্য়ান্ডে সিরিজ জিতলে তো ভাল। কিন্তু যদি ফল অন্য় কিছু হয়, তবে কিন্তু পরিস্থিতি বদলে যাবে। কোনও অজুহাতও খাটবে না।''