লাহৌর: দলের মরণ বাঁচন ম্যাচে দল যখন বড় বিপদে, তখনই জ্বলে উঠল তাঁর ব্যাট। প্রমাণিত হল কেন তাঁকে এত উচ্চ দরের প্রতিভা মনে করা হয়। কথা হচ্ছে ইব্রাহিম জাদরানের (Ibrahim Zadran)। আফগানিস্তান তারকা বুধবার, ২৬ ফেব্রুয়ারি লাহৌরের গদ্দাফি স্টেডিয়ামে এক ঐতিহাসিক শতরান হাঁকান। সেই সেঞ্চুরিই চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy 2025) ইংল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তানের (AFG vs ENG) জয়ের ভিত গড়ে দেয়।

ইংরেজদের বিরুদ্ধে জাদরানের ইনিংস যেমন নজর কেড়েছে, তেমনই সেঞ্চুরির পর বিশেষ ধরনের সেলিব্রেশনও কারুর চোখ এড়িয়ে যায়নি। ম্যাচে শতরান পূরণ করার পর উচ্ছ্বসিত জাদরানকে দস্তানা, হেলমেট খুলে লেগ স্পিন বল করার মতো অঙ্গিভঙ্গি করতে দেখা যায়। তারপরেই তিনি হাতজোড় করেন। তাঁর এই সেলিব্রেশন সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।

 

 

কিন্তু কী উদ্দেশ্যে এহেন সেলিব্রেশন? এর অর্থই বা কী? জাদরান কিন্তু এই নিয়ে কোনও রাখঢাক করেননি। তিনি ব্রডকাস্টারদের জানান তাঁর এই অঙ্গভঙ্গি দলের তারকা ক্রিকেটের রশিদের উদ্দেশে ছিল। আফগান টপ অর্ডার ব্যাটার বলেন, 'ম্যাচ শুরুর আগে আমি রশিদ খানের সঙ্গে কথা বলছিলাম। আমি ওর সঙ্গে কথা বললেই রান আসে। আমি যখন শতরান পূরণ করলাম, তখন তাই ওকেই ধন্যবাদ জানাই।'

এদিন জাদরান নিজের শতরানের সুবাদে কিন্তু একগুচ্ছ ইতিহাসও গড়ে ফেলেন। ইংল্যান্ড বোলারদের বিরুদ্ধে কার্যত ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত শাসন করলেন জাদরান। এক সময় যেখানে ৩৭ রানের বিনিময়ে তিন উইকেট হারিয়ে ধুঁকছিল আফগানরা। সেখানে জাদরানের দৌলতে আফগানদের ইনিংস শেষ হল ৩২৫ রানে। ইনিংসের ৫০তম ওভারে জাদরান যখন লিভিংস্টোনের বলে আউট হয়ে সাজঘরে ফিরলেন, ততক্ষণে তাঁর নামের পাশে ১৭৭ রান লেখা। ডাকেটের ১৬৫ রানের ইনিংসকে পিছনে ফেলে এটাই এখন চ্যাম্পিয়ন্স ট্রফি ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ ব্য়ক্তিগত স্কোর। এখানেই কিন্তু শেষ নয়।

জাদরানের ১৭৭ রানের ইনিংস ওয়ান ডেতেও কোনও আফগান ব্যাটারের সর্বকালের সর্বোচ্চ। নিজেরই রেকর্ড ভাঙলেন তরুণ আফগানিস্তান ব্যাটার। বছর তিনেক আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬২ রানের ইনিংস এসেছিল তাঁর ব্যাট থেকে। এবারে মাত্র ১৪৬ বলে এল ১৭৭ রান। জাদরানের এই ইনিংস কিন্তু প্রতিপক্ষেরও কুর্নিশ আদায় করে নেয়। তাঁর সেঞ্চুরির পর ইংল্যান্ডের হ্যারি ব্রুককে করতালি দিতে দেখা যায়। এটাই এই ইনিংসের মাহাত্ম্য প্রমাণ করার জন্য যথেষ্ট। শেষমেশ এই ইনিংসের ওপর ভর করে আফগানিস্তান ম্যাচও জিতে নেয়।

আরও পড়ুন: দুবাইয়ে হাঁটতে বেরিয়েই বিরাট বিপাকে পড়লেন রোহিত, চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই এ কী কাণ্ড!