দুবাই: চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy 2025) টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) সর্বপ্রথম লক্ষ্য পূরণ হয়ে গিয়েছে। বাংলাদেশ ও পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয়ের সুবাদে টুর্নামেন্টের সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে ভারত। এরপর লম্বা বিরতি। পাক্কা এক সপ্তাহ পরে রবিবার, ২ মার্চ নিজেদের শেষ গ্রুপ পর্বের ম্যাচে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া। এই ফাঁকেই দুবাইয়ে হাঁটতে বেরিয়ে পড়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। আর তাতেই বিপত্তি।
ভারতীয় অধিনায়ককে ভাইরাল ভিডিওতে সাদা এক টি-শার্ট, শর্টস এবং কালো চটি পড়ে দুবাইয়ের রাস্তায় একদম সাদাসিধেভাবে হেঁটে চলতে দেখা যায়। তাঁর মাথায় একটি টুপিও ছিল। তবে তাঁকে চিন্তে পেরে প্রথমে কয়েকজন পথচারী রোহিতের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। তিনি কে তা বুঝতে পারার পরেই হঠাৎই দুবাইয়ের রাস্তায় হুড়োহুড়ি পড়ে যায়। রোহিতকে এক ঝালাক দেখার জন্য কাতারে কাতারে লোক এগিয়ে আসেন, শুরু হয় ঠেলাঠেলি। কোনওরকমে সেখান থেকে গাড়িতে চেপে বের হন 'হিটম্যান'।
এই ঘটনা একটি বিষয় স্পষ্ট করে দেয়। ভারত হোক বা দুবাই, রোহিতকে ঘিরে উন্মাদানা, তাঁর ফ্যান ফলোয়িং-এ বিন্দুমাত্র পার্থক্য পড়ে না। তিনি সর্বত্রই সমানভাবেই জনপ্রিয়। প্রসঙ্গত, এখনও পর্যন্ত এই টুর্নামেন্টের দুই ম্যাচেই দলের হয়ে শুরুটা ভাল করলেও, রোহিত শর্মার ব্যাট থেকে কোনও বড় রানের ইনিংস আসেনি। সেমিফাইনালের নক আউট ম্যাচের আগে নিউজ়িল্যান্ডের বিরদ্ধে সেই বড় রানের ইনিংস খেলার লক্ষ্যে থাকবেন রোহিত। তবে ভারতীয় অধিনায়ক কিন্তু আর মাত্র ১৩ রান করলেই ক্রিস গেলকে পিছনে ফেলে দিতে পারবেন।
রোহিত এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাট মিলিয়ে ৫২৯ ইনিংসে মোট ১৯,৫৮১ রান করেছেন। ১৩ রান করলেই তিনি ক্রিস গেলকে পিছনে ফেলে আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে ১৪তম সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে যাবেন। অবশ্য ভারতীয় হিসাবে তিনি আপাতত চতুর্থ স্থানে রয়েছেন।
আরও পড়ুন: লাহৌরে জাদরানের বিধ্বংসী ইনিংস, ইংল্যান্ডেরই বিরুদ্ধে ইংরেজ তারকার রেকর্ড ভেঙে গড়লেন ইতিহাস